কলকাতানিউজ

আবার বিজেপি-তৃনমূল সংঘর্ষে রণক্ষেত্র সোদপুর, বাতিল দিলীপের কর্মসূচী

Advertisement

সোদপুর : উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকায় আবারো তৃনমূল ও বিজেপির সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল। সংঘর্ষের ফলে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ করে উত্তেজনা আয়ত্তে আনল।

ওইদিন রাজ্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কর্মসূচী ঠিক ছিল, কিন্তু সংঘর্ষের জন্য কর্মসূচী বাতিল করা হয়। তিনটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলের পর থেকেই এই সংঘর্ষের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার, ঘোলা থানার একাধিক জায়গায় বিজেপি পার্টি অফিসে হামলা চালায় তৃনমূলের সদস্যরা। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বিজেপি এবং তৃনমূল কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

তৃণমূলের সদস্যরা অভিযোগ করে, বিজেপি কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায়। দিলীপ ঘোষ আসছিলেন এলাকায় অশান্তির সৃষ্টি করতে, ওরা মূলত পঞ্চায়েত দখল করতে এসেছিল। আবার বিজেপির অভিযোগ, তৃনমূলের গুন্ডাবাহিনী হুমকি দেয়, এলাকায় কোনো বিজেপির পতাকা থাকতে দেবে না।

গত মাসেই অর্জুন সিংয়ের নেতৃত্বে সপ্তাহ দুয়েক আগে ঘোলা থানা এলাকায় এক মিছিল নিয়ে বেশকিছু সংঘর্ষের সৃষ্টি হয়। তারপর আজ আবার সংঘর্ষের পর আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।

Related Articles

Back to top button