Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজেপি ক্ষমতায় এলে নবদ্বীপে গোহত্যা বন্ধ হবে, নবদ্বীপের জনসভায় প্রচারে দিলীপ

Updated :  Friday, April 16, 2021 9:07 AM

২০১৭ সালে উত্তর প্রদেশের ক্ষমতায় আসার পরে সেখানে সমস্ত বেআইনি কসাইখানা বন্ধ করে দিয়েছিল যোগী সরকার। আর এবারে সেই একই প্ল্যানিং নিয়ে বাংলা দখলে নামছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে নবদ্বীপে সমস্ত কসাইখানা বন্ধ করা হবে। নববর্ষের দিনে বৃহস্পতিবার নবদ্বীপে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে এই কথা জানালেন এবারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এছাড়াও এদিনকার সভা থেকে নবদ্বীপের সংখ্যালঘুদের জন্য বিজেপিকে ক্ষমতায় আনার সুবিধার ব্যাখ্যা করে দিলেন তিনি। তিনি আরো বলেন, “বিজেপি যদি এবারে বাংলায় ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক থানায় পুলিশ থাকবে। এখন আর সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চলবে না। হাসপাতালে সব ভাল ডাক্তার থাকবে।”

নবদ্বীপের মানুষদের জন্য তার বক্তব্য, মন্দির এবার থেকে আর দখল হবে না। নবদ্বীপের পূণ্য ভূমিতে সমস্ত কসাইখানা বন্ধ করবে বিজেপি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে দিলীপ বলবেন, “রাজ্যে পরিবর্তন আসন্ন। তাই তৃণমূল নেত্রী ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। আসলেই আমরা ওনাকে জেলে ভরবো। ওনার সমস্ত ছোট খাটো নেতাদের আমরা জেলে ভরব।”