ফের বেফাঁস মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘রাজনীতিতে নরম মানুষের কোনও স্থান নেই। কারাগারে না গিয়ে কেউ রাজনীতিবিদ হতে পারেন না।’ বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের মঙ্গলপান্ডে ঘাটে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন সদ্য পুনরায় নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি। দলীয় কর্মীদের উৎসাহিত করতে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।
তাদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘রাজনীতি ঠান্ডা হলে তা কোনো কাজের না। কারাগারে না গেলে কেউ ভালো রাজনীতিবিদ হতে পারেনা। তাই এমন কিছু করুন যাতে প্রশাসন আপনাকে জেলে ভরতে বাধ্য হয়।’ এরপর তিনি আরও বলেন, ‘এই যে আমরা জেলে যাচ্ছি, মার খাচ্ছি এগুলোও রাজনীতিতে একধরণের সাফল্য।’ তিনি এদিন আবার দাবি করেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিই জিতবে। এই প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, ‘এখন যারা বিজেপিকে সমর্থন করছেন না, তারা ২০২১ এ বিজেপি ক্ষমতায় এলে তখন সমর্থন করবেন।’
এদিন দিল্লির শাহিনবাগের আন্দোলন নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের সাথে এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘দিল্লির এই শীতের রাতের রাতে সিএএ-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভরত মহিলা ও শিশুরা খোলা আকাশের নীচে বসে আছেI আমি আশ্চর্য হচ্ছি এই শীতেও কেন তাদের কেউ অসুস্থ হয়নি! কেন তাদের কিছু হচ্ছে না? এই শীতের মধ্যে অসুস্থ হয়েও কেন সেখানে কোনও প্রতিবাদী মারা যায়নি সেখানে?’
শাহিনবাগের এই প্রতিবাদকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ হিসাবে অভিহিত করে দিলীপ বাবু বলেন, ‘বিক্ষোভকারীরা এমন এক প্রকারের অমৃত অন্তর্ভুক্ত করেছেন যে তাদের কিছুই হচ্ছে না।’ এর আগে একাধিক বার বিভিন্নরকম মন্তব্য করে বিতর্কের মধ্যে পড়েছিলেন। কিন্তু সেইসব বিতর্কে যে তার উপর কোনো প্রভাব পড়েনি আজ আবার তার প্ৰমাণ দিলেন তিনি।