পুজো শেষ। আজ থেকে খুলে যাচ্ছে সরকারি অফিস থেকে বেসরকারি অফিসও। এমনকি বেসরকারি স্কুল শুরু হয়ে যাচ্ছে। পুজোতে বৃষ্টি না হওয়ায় অস্বস্তির স্বীকার হচ্ছে রাজ্য। কিন্তু শেষমেশ আবহাওয়া সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার, সকালে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিনবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এমনকি আগামী ২৪ ঘন্টায় হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবার আলিপুর আবহাওয়া দফতরের সুত্রানুযায়ী আগামী ৪৮ ঘন্টায় মধ্যে রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। এই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মরসুমি বায়ুর জেরে বিহার ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।