Today Trending Newsদেশনিউজ

প্রজাতন্ত্র দিবসে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অসম

Advertisement

প্রজাতন্ত্র দিবসে সন্ত্রাসী হামলা হবে এমন আঁচ আগেই পাওয়া গিয়েছিল। তা এবার বাস্তবে পরিনত হলো। এদিন সকালেই পরপর পাঁচবার কেঁপে উঠল অসমের বিভিন্ন এলাকা। কেঁপে উঠেছে ধুলিয়াজান, সোনারী, ডিব্রুগড় সহ আরও একাধিক এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের সকালে ধুলিয়াজানে প্রথম বিস্ফোরণটি ঘটে। তারপর একের পর এক স্থান পরপর কেঁপে ওঠে বিস্ফোরণের বিকট শব্দে। জানা গিয়েছে, ধুলিয়াজান থানার নিকটে দুজন যুবক বাইকে করে বোমা রেখে যায়। তার কিছুক্ষণ পরে বিকট শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। এরপর ডিব্রুগড়ে দুটি বিস্ফোরণ ঘটে। শেষ বিস্ফোরণটি ঘটে সোনারী নামক এলাকায়।

আরও পড়ুন : রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজ, ফের সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক

প্রজাতন্ত্র দিবসের সকালে পরপর বিস্ফোরণে অসমের বিভিন্ন এলাকা কেঁপে ওঠার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা গুলি। কোনো হতাহতের খবর মেলেনি। পুলিস সূত্রে খবর, কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে চলছে চিরুনি তল্লাশি। কেউ এই ঘটনায় ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button