পরিবারের সামনে দেখবেন না MX Player-এর এই ওয়েব সিরিজগুলি, রয়েছে অনেক বোল্ড দৃশ্য
আজকাল সিনেমা থিয়েটারের বদলে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেছে মানুষ
ভারতে আজকাল শুরু হয়েছে ওটিটি প্লাটফর্ম এর যুগ। অনেক মানুষ এই ধরনের প্লাটফর্মে নানা ধরনের কনটেন্ট সার্চ করছেন এবং প্রচুর কনটেন্ট কনজিউম করছেন। এই ধরনের ওয়েবসাইটে এমন কিছু কনটেন্ট আপনি পেয়ে যান, যা আপনি হয়তো কখনোই থিয়েটারে গিয়ে দেখতে পারবেন না। ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে লোকজন আজকাল সিনেমা থিয়েটারের বদলে এই ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেছেন। আর শেষ একবছরে এমন কিছু ওয়েব সিরিজ ওটিটি দুনিয়াতে এসেছে যা ব্যাপক পছন্দ হয়েছে দর্শকদের। আজকের এই প্রতিবেদনে আপনাদের সেরা ৫ টি ওয়েব সিরিজ সমন্ধে জানাবো, যা আপনি না দেখলে অবশ্যই দেখে নিন।
১) হ্যালো মিনি:
এমএক্স প্লেয়ারে প্রকাশিত ওয়েব সিরিজের মধ্যে বেশ জনপ্রিয় একটি ওয়েব সিরিজ হল হ্যালো মিনি। এই ওয়েব সিরিজে একদিকে যেমন রয়েছে সাসপেন্সে ভরপুর সিন ঠিক তেমনই রয়েছে বিভিন্ন সাহসী দৃশ্য। ভুল করেও এই ওয়েব সিরিজ পরিবারের সাথে দেখবেন না। এমএক্স প্লেয়ারে এই ওয়েব সিরিজ সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন। হ্যালো মিনির একাধিক দৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। এককথায় বলা যেতে পারে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই ওয়েব সিরিজ।
২) রুহানিয়াত:
আরেকটি ব্যাপক বোল্ড ওয়েব সিরিজ হল রুহানিয়াত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টিভি অভিনেতা অর্জুন বিজলানি। এছাড়াও এতে কাজ করেছেন যুবিকা চৌধুরী, আমান ভার্মা এবং কণিকা মান। এতেও একাধিক অন্তরঙ্গ দৃশ্য রয়েছে যা আপনাকে অবশ্যই একা ঘরে বসে দেখতে হবে।
৩) মাস্তরাম:
‘মাস্তরাম’ ওয়েব সিরিজটি বেশ কয়েক বছর আগে রিলিজ করলেও এর জনপ্রিয়তা কিছু কম নয়। গোটা ওয়েবসিরিজ জুড়ে লাস্যময়ী ভঙ্গিতে তারকাদের যৌন উপভোগ্য দৃশ্য ঘুম কেড়ে নিয়েছে লাখ লাখ নেটিজেনের। গত ৬ ই ডিসেম্বর আতরঙ্গির ইউটিউব চ্যানেলে লঞ্চ হয়েছে ‘মস্তরাম’-এর অফিশিয়াল ট্রেলার। এখনও অবধি ট্রেলারের ভিউ অতিক্রম করেছে দুই হাজারের কিছু বেশি। তবে এই ওয়েব সিরিজটি প্রাপ্তবয়স্ক হলেও অন্য ওয়েব সিরিজগুলির মতো বি গ্রেড নয়। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন অংশুমান ঝা। তিনি একজন লেখক। পেটের তাগিদে তিনি মশলাদার কামুক গল্প লিখতে শুরু করেন। তবে নিজের পরিচয় অন্তরালে রাখেন তিনি। নিজের কল্পনায় আশপাশের মহিলাদের সাথে রগরগে যৌনতায় মেতে ওঠেন তিনি। এক একটি দৃশ্য দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনি।
৪) রক্তাঞ্চল:
এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ ‘রক্তাঞ্চল’ও অ্যাকশন, থ্রিলার এবং রোমান্সে ভরপুর। এই ওয়েব সিরিজটি ৮০ এর দশকের উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের উপর ভিত্তি করে তৈরি। সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিরিজের সাহসী দৃশ্যের কথা বলতে গেলে, এটি আপনাকে মোটেও হতাশ করবে না।
৫) ক্যাম্পাস ডায়েরি:
আপনার কলেজের দিনের কথা মনে করিয়ে দেবে এই ওয়েব সিরিজ। এটি কমেডি সেন্স এ তৈরি। বিখ্যাত ইউটিউবার হর্ষ বেনিওয়াল অভিনীত এই ওয়েব সিরিজটিতে হাসির পাশাপাশি সাহসিকতার মেজাজও রয়েছে। আপনি এই ওয়েব সিরিজ ও MX Player এ দেখতে পারেন।