Today Trending Newsবলিউডবিনোদন

করোনার থাবা বলিউডে, আক্রান্ত হলেন প্রখ্যাত গায়িকা কনিকা কাপুর

Advertisement

কৌশিক পোল্ল্যে: প্রথম কোনো বলিউড তারকা আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। দিন দিন যে হারে বাড়ছে এর বিস্তৃতি তাতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছেন গন্যমান্যরা। ভারতসহ গোটা বিশ্ব ভুগছে এই প্রানঘাতী মহামারীর আতঙ্কে। দিনেদিনে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মৃত্যুমিছিলে চিনকেও টপকে গেল ইতালি। সারাবিশ্বে সবমিলিয়ে মৃতের সংখ্যা দশ হাজারের কিছু বেশি।

এর আগেই বেশ কিছু হলিউড সেলেবেদের করোনা আক্রান্ত হবার খবরে শোরগোল পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে, এবার সেই তালিকায় প্রথমবারের জন্য কোনো ভারতীয় সেলেব হিসেবে নাম লেখালেন ‘বেডি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর। গত ১৫ই মার্চ লন্ডন থেকে তিনি দেশে ফেরেন, যদিও তারপর কোয়ারেন্টাইনে যাননি। সম্প্রতি তার শরীরে পাওয়া গিয়েছে ভয়াবহ করোনার খোঁজ।

আরও পড়ুন : বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বলি অভিনেত্রী সারা আলি খান

আপাতত তিনি গৃহবন্দী, কার্যকর হয়েছে আইসোলেশন পদ্ধতি। উপযুক্ত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। এই খবরে বলিপাড়ায় আতঙ্ক আরও কয়েকগুন বেড়ে গেল এমনটাই আশঙ্কা করছেন ষ্টুডিও পাড়ার কর্মকর্তারা যদিও সিনেদুনিয়ার সব কাজই ইতিমধ্যে স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালে ‘বেবি ডল’ গানটির জন্য ফিল্মফেয়ার পুরষ্কারে ভূষিত হন কনিকা। এরপর লাভলি, চিটিয়া কালাইয়া, ছিল গ্যায়ে ন্যায়না, দেশি লুক প্রভৃতি গানে তিনি সুরেলা কন্ঠ দিয়ে মাত করেছেন শ্রোতাদের। সদ্যই তিনি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড এও গান গেয়েছেন যার টিভি টেলিকাস্ট এখনও হয়নি। কনিকার করোনা আতঙ্কের খবর নিঃসন্দেহে বলিউডের জন্য খানিক হতাশা বয়ে আনল।

Related Articles

Back to top button