Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ram Mandir: এই ১০ তারকা এখনও রাম মন্দিরের আমন্ত্রণ পাননি, তালিকায় রয়েছেন অনেক সুপারস্টার

বর্তমানে অযোধ্যার রামমন্দির নিয়ে তৈরি হয়েছে দেশ জুড়ে উচ্ছ্বাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী 22 শে জানুয়ারি উদ্বোধন করতে চলেছেন এই মন্দির। বঙ্গ বিজেপির তরফে বাঙালি পরিবারে বিলি…

Avatar

বর্তমানে অযোধ্যার রামমন্দির নিয়ে তৈরি হয়েছে দেশ জুড়ে উচ্ছ্বাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী 22 শে জানুয়ারি উদ্বোধন করতে চলেছেন এই মন্দির। বঙ্গ বিজেপির তরফে বাঙালি পরিবারে বিলি হচ্ছে রামমন্দিরের ছবি ও প্রসাদ। ইতিমধ্যেই তৈরি হয়েছে রামমন্দিরের 22 শে জানুয়ারির পুজোয় আমন্ত্রিতদের তালিকা। রীতিমত ভিআইপি তালিকায় রয়েছেন বলিউডের তাবড় সেলিব্রিটি। কিন্তু কয়েকজন সেলিব্রিটির নাম এই তালিকায় ‘মিসিং’। তথাকথিত মিসিং সেলিব্রিটিরা প্রকৃতপক্ষে বোধহয় ‘অতি ধর্মসহিষ্ণুতা’-র শিকার।

এই তালিকায় প্রথমেই রয়েছে শাহরুখ খান (Shahrukh Khan)-এর নাম। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) 22 শে জানুয়ারি অযোধ্যার বুকে আমন্ত্রিত থাকলেও ইনভাইট করা হয়নি কিং খানকে। এটা কি কর্ডেলিয়া রেভ কেসের জের? প্রশ্নের উত্তর মেলেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমন্ত্রণ পাননি সলমান খান (Salman Khan)-ও। বলিউডের টাইগারের মা সলমা খান (Salma Khan) বিয়ের আগে হিন্দু ছিলেন। তবে প্রযোজক-পরিচালক সেলিম খান (Salim Khan)-কে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। খান পরিবারে পরধর্মসহিষ্ণুতার নজির থাকলেও নিজের জন্মভূমিতে ব্রাত্য রইলেন সলমান।

 

View this post on Instagram

 

A post shared by Aamir Khan (@amirkhanactor_)

আমন্ত্রিত নন আমির খান (Ami Khan)। তিনি দুই বার বিয়ে করেছেন। আমিরের প্রথম স্ত্রী রীনা (Reena) ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao) হিন্দু। কিন্তু অযোধ্যার রামমন্দিরের অনুষ্ঠানে ধর্ম বড় হয়ে উঠল, মানবিকতা নয়।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

আমন্ত্রণ পাননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কারণ পুরোপুরি অজানা। পাশাপাশি আমন্ত্রিত নন তাঁর স্বামী অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)-ও।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

আমন্ত্রিতের তালিকায় এখনও অবধি নাম নেই করণ জোহর (Karan Johar)। অথচ বলিউডের স্তম্ভ তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

দেখা যাবে না ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-ও। ভারতকে ভালোবেসে রয়ে গিয়েছেন তিনি। কিন্তু পেলেন না প্রাপ্য সম্মান।

আমন্ত্রিত নন সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ভারতের মাটিতে ব্রাত্য রইলেন পতৌদির নবাবের বর্তমান প্রজন্ম।

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

এখনও অবধি তালিকায় নাম নেই সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-র। ভারতীয় রাজনীতিতে তাঁর পিতা সুনীল দত্ত (Sunil Dutt)-র অবদান অনস্বীকার্য। কিন্তু তাঁর পুত্রকে জানানো হল না আমন্ত্রণ।

About Author