Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডে শোকের ছায়া, প্রয়াত হলেন ‘কুমকুম ভাগ্য’-র জনপ্রিয় অভিনেত্রী

'ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়' অথবা 'কুমকুম ভাগ্য' হিন্দি সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেছিলেন জারিনা। আজ তিনি ইহলোক থেকে চিরতরে বিদাই নিয়েছেন। টিভি সিরিয়াল কুমকুম ভাগ্য-র ইন্দু সুরি খ্যাত জারিনা রোশন…

Avatar

‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ অথবা ‘কুমকুম ভাগ্য’ হিন্দি সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেছিলেন জারিনা। আজ তিনি ইহলোক থেকে চিরতরে বিদাই নিয়েছেন। টিভি সিরিয়াল কুমকুম ভাগ্য-র ইন্দু সুরি খ্যাত জারিনা রোশন খান প্রয়াত হয়েছেন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মৃত্যুর খবরে বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া।

 

View this post on Instagram

 

?…

A post shared by Sriti Jha (@itisriti) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিরিয়ালের বাইরেও তিনি বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালের অভিনেত্রী শ্রীতি তথা প্রজ্ঞা তাঁর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের দুটি ছবি পোস্ট করেছেন। এছাড়া, এই সিরিয়ালের আরেক অভিনেতা অনুরাগ শর্মা জানান, “জারিনা রোশন খানের প্রয়াণ সংবাদে বিধ্বস্ত হয়ে পড়েছি। প্রাণবন্ত, খুব মিষ্টি স্বভাবের একজন মানুষ ছিলেন। এই বয়সেও তাঁর এনার্জি দেখে অবাক হতে হত! কেরিয়ারের শুরুতে স্টান্ট ওম্যান হিসাবে কাজ করতেন। বাস্তব জীবনেও ফাইটার ছিলেন!”

 

View this post on Instagram

 

Ye chand sa Roshan Chehera ?

A post shared by Shabir Ahluwalia (@shabirahluwalia) on

About Author