দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেই না। বলিউডে ফের ইন্দ্রপতন ঘটল। চলে গেলেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার তথা সবার প্রিয় মাস্টারজি, সরোজ খান। গত ১৭ জুন থেকে তিনি মুম্বইয়ের বান্দ্রাতে গুরুনানক গ্যাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
প্রায় ৪০ বছরের ও বেশি সময় তিনি বলিউডে যুক্ত ছিলেন। তাঁর অসাধারণ নাচ ও এক্সপ্রেশনে মুগ্ধ হয়েছেন ৮ থেকে ৮০ সবাই। এক সময় তাঁর হাত ধরেই বলিউডের বহু তারকা এসেছিলেন। ২ হাজারের বেশি গানের তিনি কোরিগ্রাফি করেছেন। তাঁর নাচের ভক্ত ছিলেন অসংখ্য মানুষ। তাঁর মৃত্যুতে বলিউডের এক যুগের অবসান ঘটল। তিনি মাত্র ৩ বছর বয়সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে বলিউডে পা রাখেন। আর তারপরে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
১৯৭৪ সালে প্রথম তিনি স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু করেন। সেই ছবি ছিল গীতা মেরা নাম। তাঁর কয়েকটি বিখ্যাত গান হল-এক দো তিন, হাওয়া হাওয়াই, ডোলা রে ডোলা আরও অনেক। তাঁর নাচে মুগ্ধ সবাই। সরোজ খানের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা ভরে গিয়েছে। আমজনতা থেকে সেলিব্রিটি সবাই তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।
Saroj ji’s name introduced the word ‘choreographer’ to my life. A genius who immortalised stars and the music that defined an era with her iconic work. May her loved ones find strength and courage at this terrible hour. There’ll never be another…#RIPSarojKhan #Legend #Masterji pic.twitter.com/EffYUvX7Ca
— Nimrat Kaur (@NimratOfficial) July 3, 2020
Woke up to the sad news that legendary choreographer #SarojKhan ji is no more. She made dance look easy almost like anybody can dance, a huge loss for the industry. May her soul rest in peace ??
— Akshay Kumar (@akshaykumar) July 3, 2020
#RIP SAROJI YOU WILL BE MISSED …. big loss to dance fraternity ….. pic.twitter.com/1Kv5B6CpKv
— Remo D’souza (@remodsouza) July 3, 2020
डान्स की मल्लिका #सरोजखान जी अलविदा।आपने कलाकारों को ही नहीं बल्कि पूरे हिन्दुस्तान को बहुत ख़ूबसूरती से सिखाया कि “इन्सान शरीर से नहीं, दिल और आत्मा से नाचता है”।आपके जाने से नृत्य की एक लय डगमगा जाएगी। मैं पर्सनली ना सिर्फ़ आपको बल्कि आपकी मीठी डांट को भी बहुत मिस करूँगा।??
— Anupam Kher (@AnupamPKher) July 3, 2020
Rest in Peace Saroj Khan ji. This loss is immeasurable for the industry & film lovers.Having choreographed more than 2000 songs she single handedly changed the landscape of how songs were shot. I had the pleasure of being Choerographed by her in Aladin. One tick off my bucketlist
— Riteish Deshmukh (@Riteishd) July 3, 2020