গত মাসে করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। সম্প্রতি সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। তবে বাড়ি ফেরার সাথে সাথে মিস করছেন তার কর্মজগতকে। শুধু তাই নয়, ছমাস বাড়িতে থেকে যথেষ্ট বিরক্ত হয়েছেন তিনি। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখযোগ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার এনেছিল বেশকিছু বিধি-নিষেধের তালিকা। যেখানে বলা হয়েছিল কোন বর্ষীয়ান অভিনেতা বা অভিনেত্রী শ্যুটিংয়ের কাজে বাইরে বেরোতে পারবেন না। তবে প্রয়োজনীয় শ্যুটিং বাড়িতে বসেই করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই নিয়ম ভালো মতোই পালন করছেন অমিতাভ বচ্চন।
তবে সমস্ত নিয়মের মধ্যে থেকেও মানছে না তার মন। ফিরে যেতে চাইছেন ক্যামেরা, লোকেশন ও শ্যুটিংয়ের জগতে। সেই কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তার এক ভক্ত, তাকে দিয়েছেন চাকরির প্রস্তাব। বিগ-বিকে উদ্দেশ্য করে লিখেছেন, “এক কাজ করুন। আপনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নাম লিখিয়ে ফেলুন৷ নয়তো, একটি শান্তির দোকান খুলুন৷ যেখানে শান্তি বিক্রি করবেন।”
देख लो प्रियजनों जो भी देखना चाहते हो ;
समंदर की गहराई तक ले जाऊँगा स्वयं तुम लोगों को
कुछ न मिलेगा, पहले ही बता देता हूँ तुमको ;
व्यर्थ इतना कष्ट उठाने का प्रयत्न क्यूँ करते हो तुम
समुद्र के खारे पानी को केवल अपना खारा पन ही दान दे पाओगे तुम ? https://t.co/cH2dGy9I9q— Amitabh Bachchan (@SrBachchan) August 10, 2020
তবে এই প্রস্তাবের উত্তর দিয়েছেন বলিউডের শাহেনশাহ। লিখেছেন, “এখন আমার কাজের বীমা করানো হয়েছে। বেশকিছু উদ্বেগের কারণে অবশ্যই এখন মানসিক চিন্তা রয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল যাদের বয়স ৬৫ বা তার বেশি তারা বাইরে বেরোতে পারবেন না। কিছুদিন আগে আবার সেই সীমাকে কমিয়ে ৫০ বছর করা হয়।”