নিউজ

কয়েক মিনিটের মধ্যেই করুন Tatkal Ticket বুকিং, Paytm নিয়ে এল এই বড় সুবিধা

Paytm ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার স্মার্টফোন দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবেন

Advertisement

Advertisement

আজকাল শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পরে। কিন্তু আপনি যদি আগে থাকতে টিকিট না কেটে থাকেন, তাহলে আপনার কাছে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা। এছাড়া বিশেষ অফিশিয়াল কাজে বা এমার্জেন্সিতে দূরে কোথাও যেতে হলে ভরসা একমাত্র এই তৎকাল টিকিট। তবে এই টিকিট সম্বন্ধে অনেক তথ্যই সাধারণ মানুষ জানেন না। আপনি Paytm ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার স্মার্টফোন দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। Paytm আপনার জন্য এনেছে দুর্দান্ত কিছু সুবিধা। কি করে Paytm এর মাধ্যমে তৎকাল টিকিট কাটবেন, জানতে চাইলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
  • আপনার মোবাইল নম্বর দিয়ে আপনার Paytm অ্যাকাউন্টে লগ ইন করুন
  • Tatkal টিকিট বুক করার অপশনে ক্লিক করুন। মনে রাখবেন যে Tatkal ট্রেনের টিকিট Paytm-এ এসি ক্লাসের জন্য সকাল 10:30 টায় এবং নন-এসি ক্লাসের জন্য 11:30 টা
  • লগইন করার পরে, আপনার সমস্ত তথ্য পূরণ করুন যেমন আপনি কোথায় ভ্রমণ করতে চান, কোন দিনে আপনি ভ্রমণ করতে চান। বিস্তারিত পূরণ করার পর অবিলম্বে কোটায় ক্লিক করুন
  • এরপর যাত্রীর সমস্ত তথ্য পূরণ করুন। সরকারী আইডি অনুযায়ী নাম এবং বয়স লিখুন এবং তারপর আপনার পছন্দের আসন নির্বাচন করুন
  • আপনার টিকিটের ই-কপি পেতে আপনার সক্রিয় নম্বর এবং ই-মেইল আইডি লিখুন
  • Paytm অ্যাপ থেকে ১ মিনিটের মধ্যে Paytm Wallet, UPI বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করে পেমেন্ট করুন

আপনি Paytm থেকে টিকিট বুক করলে কনফার্মেশন প্রেডিকশন এর সুবিধা পাবেন। এরমাধ্যমে আপনি টিকিট বুক করার সময় টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা দেখতে পারবেন। সেই অনুযায়ী আপনি টিকিট কাটতে পারবেন।

Advertisement

Recent Posts