২৬ শে ডিসেম্বর দিনটি হল বক্সিং ডে। আর অস্ট্রেলিয়া সহ অনেক দেশেই এই দিনে একটি টেস্ট ম্যাচ খেলার রীতি রয়েছে। সেরকম ভাবেই অস্ট্রেলিয়া সফরে ৩ টি টেস্ট ম্যাচের সিরিজ খেলত আসা নিউজিল্যান্ড দলের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আজ বক্সিং ডে তে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। প্রথম ওভারের চতুর্থ বলেই অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নস কে ক্লীন বোল্ড করে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটি দেন নিউজিল্যান্ডের জোরে বোলার ট্রেন্ট বোল্ট। তখন অস্ট্রেলিয়া দলের স্কোর ১ উইকেটে বিনিময়ে ১ রান।
আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি
এরপর লাবুশানকে নিয়ে ইনিংস গড়ার কাজ শুরু করেন ওয়ার্নার। ২২ তম ওভারে ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ধাক্কা দেন নিউজিল্যান্ডের পেসার নেল ওয়াগনার। ব্যক্তিগত ৪১ রানের মাথায় টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। দলের স্কোর তখন ২ উইকেটে ৬১ রান। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার স্কোর ৩৮ ওভার শেষে দুই উইকেটে ৯৪ রান। ক্রিজে রয়েছেন মার্নুস লাবুশান(৩৪) ও স্টিভ স্মিথ(১৭)।