অরূপ মাহাত: জাঙ্গিপাড়ার এক সভা থেকে দলীয় সমর্থকদের মনোবল ফেরাতে বিজেপিকে পাল্টা মারের নিদান দিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, জেলা সভাপতি দিলীপ যাদব ও জলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এক জনসভার ডাক দেয় জেলা তৃণমূল কংগ্রেস।
সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ। সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে পাল্টা মারের নিদান দিলেন তিনি। এদিন মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপি যদি আপনাদের হাত পা ভেঙে দেয়, তাহলে আপনারাও পাল্টা মার দিন। ওদেরও হাত পা ভেঙে দিন।’
শুধু তাই নয়, দলত্যাগীদের উদ্দেশ্যেও এদিন তিনি বার্তা দেন, ‘ওরা বদ রক্ত। শরীর থেকে বদ রক্ত বের হয়ে গেলে শরীরের কোন ক্ষতি হয় না। যারা তৃণমূলকে ভালোবাসে তারা কখনোই দল ছেড়ে যাবেন না।’ একইসঙ্গে দলত্যাগী নেতাদের দুর্নীতিগ্রস্ত বলেও দাগিয়ে দেন তিনি। বলেন, ‘যারা তৃণমূলে থেকে টাকা নয়ছয় করেছে তারাই এখন পিঠ বাঁচাতে বিজেপিতে যোগ দিচ্ছে।’
তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘তৃণমূলের এতটাই খারাপ অবস্থা যে যেখানে বিজেপি সভা করছে সেখানেই তাদের পাল্টা সভা করতে হচ্ছে।’ প্রসঙ্গত, কয়েকদিন আগে জাঙ্গিপাড়ায় বিজেপির একটি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।