বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এই বাইকটি পছন্দ সকলের। আপনি যদি এই বাইকটি কিনতে চান এবং আপনার কাছে বাজেট কম থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।
ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ বাইকটির ARAI অনুমোদিত মাইলেজ হল ৩৫ কিমি থেকে ৪০ কিমি প্রতি লিটার। এই বাইকের টপ স্পিড ১৩০ কিমি প্রতি ঘণ্টা। এটি বিভিন্ন কালার অপশনে পাওয়া যায়।
Royal Enfield Classic বাইকের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। এই বাইকের দাম ১.৯৮ লাখ টাকা থেকে শুরু হয়। তবে আপনি মাত্র ৩৫ হাজার টাকায় এই বাইক বাড়ি নিয়ে আসতে পারবেন। কিন্তু কি করে? আপনাদের জানিয়ে রাখি কোম্পানির বিশেষ অফারের জন্য মাত্র ৩৫,০০০ টাকার ডাউন পেমেন্ট করে এই বাইকটি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি। ফিনান্স প্ল্যান অনুযায়ী, আপনি ১২ মাসের সুদ এবং ৩ বছরের সময়সীমার সাথে মাত্র ৩৫,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই বাইকটিকে আপনার করতে পারেন।
British singer Adele is set to make her acting debut in the upcoming film Cry…
Tyla is once again proving why she’s one of the most talked-about rising stars in…
Tess Daly has described being made a Member of the Order of the British Empire…
Late-night television has lost one of its most beloved figures. Cleto Escobedo III, the longtime…
Adele is set to make her feature-film acting debut in the upcoming historical drama Cry…
Kim Kardashian knows how to stop the internet in its tracks. The 45-year-old reality star…