মাত্র ৮০ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন নতুন Hero Dawn 125, পাবেন দারুন মাইলেজ

আপনার যদি এখনই একটি বাজেট রেঞ্জের বাইক প্রয়োজন হয়, তাহলে এটাই আপনার সবথেকে ভালো পছন্দ হতে চলেছে

Advertisement

Advertisement

আপনার যদি বর্তমানে একটা বাজেট রেঞ্জের বাইকের প্রয়োজন হয় তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ অপশন। দারুন মাইলেজ শক্তিশালী ইঞ্জিন এবং স্মার্ট লুক নিয়ে এবারে বাজারে এসে গেছে হিরো মটরসের নতুন বাইক Hero Dawn 125। এই বাইকে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ডিজাইন শক্তিশালী ইঞ্জিন এবং বেশ কিছু আধুনিক ফিচার যা একে একেবারে অনন্য করে তুলেছে। আজ আমরা এই প্রতিবেদনে হিরো কোম্পানির এই বাইকের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম নিয়ে আলোচনা করতে চলেছি।

Hero Dawn 125 এর ফিচারসমূহ

হিরো কোম্পানির এই বাইকের মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, ফ্রন্ট এবং রিয়ার ড্রাম ব্রেক সিস্টেম, আরামদায়ক সিট এবং টিউবলেস টায়ার। এই সমস্ত গুরুত্বপূর্ণ ফিচারই বাইকটির আকর্ষণকে বাড়িয়ে তুলেছে। বাইকটির অন্যতম বৈশিষ্ট্য এর শক্তিশালী ইঞ্জিন। Hero Dawn 125 এ রয়েছে ১২৫ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন, যা বাইকটিকে চমৎকার পারফরম্যান্স দিতে সক্ষম। ইঞ্জিনটি ১৪ Bhp এর শক্তি এবং ১৩ Nm টর্ক জেনারেট করতে পারে, যা দৈনন্দিন চলাচলের জন্য উপযুক্ত। এছাড়া, বাইকটির ফুয়েল ট্যাংকও যথেষ্ট ভালো মানের, যা দীর্ঘ যাত্রার জন্য উপযোগী। Hero Dawn 125 এক লিটার পেট্রোলে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম, যা এটিকে অত্যন্ত জ্বালানী-সাশ্রয়ী একটি বাইক হিসাবে প্রতিষ্ঠিত করে।

Hero Dawn 125 এর দাম

যারা একটি বাজেট রেঞ্জের মধ্যে শক্তিশালী বাইক খুঁজছেন, তাদের জন্য Hero Dawn 125 একটি দারুণ বিকল্প হতে পারে। এই বাইকটি ভারতীয় বাজারে ৮০,০০০ টাকা (এক্স-শোরুম) মূল্যে লঞ্চ করা হয়েছে। এই দামে একটি শক্তিশালী ইঞ্জিন এবং আকর্ষণীয় ডিজাইনসহ এমন আধুনিক বাইক পাওয়া নিঃসন্দেহে বেশ লাভজনক।

Recent Posts