সারা বছর BSNL সিম সক্রিয় রাখার সবচেয়ে সস্তা প্ল্যান, প্রতিদিন খরচ মাত্র 4 টাকা

বিএসএনএল কোম্পানির এই প্ল্যান ভারতে বেশ জনপ্রিয় হয়েছে

Advertisement

Advertisement

ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এখন সারা ভারতে তাদের সস্তার বার্ষিক প্ল্যানের জন্য বেশ জনপ্রিয়। অনেকেই এখন বিএসএনএলের এই ধরনের প্ল্যান রিচার্জ করছেন যাতে দীর্ঘ সময়ের জন্য বৈধতা পাওয়া যায়। একবার রিচার্জ করলে ১২ মাসের জন্য আপনি বৈধতা পেয়ে যাচ্ছেন। এই প্ল্যান নেওয়ার জন্য দৈনিক খরচ মাত্র চার টাকা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত প্ল্যান এর ব্যাপারে বিস্তারিত ।

Advertisement

BSNL ১৫৭০ টাকা রিচার্জ প্ল্যান

Advertisement

বিএসএনএল কোম্পানির এই বার্ষিক প্ল্যান এর দাম ১৫৭০ টাকা। এই প্লেনের বৈধতা ৩৬৫ দিনের জন্য অর্থাৎ আপনি ১২ মাসের জন্য ব্যবহার করতে পারবেন এই প্ল্যান। এই প্ল্যান সেই সমস্ত গ্রাহকদের জন্য সবথেকে ভালো যারা সিম সারা বছর সক্রিয় রাখতে চাইছেন। এছাড়াও এতে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট আপনি পাচ্ছেন। তার পাশাপাশি আপনি পাবেন আনলিমিটেড কলিং।

Advertisement

বার্ষিক এই পরিকল্পনা সব থেকে বড় সুবিধা হল আপনি যত ইচ্ছা কথা বলতে পারবেন এবং আপনার কলের সংযোগ কখনোই বিচ্ছিন্ন হবে না। এই প্লানে আপনি প্রতিদিন ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। তার পাশাপাশি যদি আপনার প্রতিদিনের ইন্টারনেট শেষ হয়ে যায় তাহলেও কিন্তু ইন্টারনেট একেবারে বন্ধ হয়ে যাবে না। আপনি প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস পেয়ে যাবেন। এই প্লান নিলে আপনার খরচ পড়বে মাত্র চার টাকা। অর্থাৎ দেখতে গেলে মাসিক খরচ হবে ১৩০ টাকা।

Recent Posts