এক সময় ক্ষতির মুখে পড়ে বন্ধ হতে বসেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সেই ক্ষতির পরিমাণ কমিয়ে বেসরকারি টেলিকম সংস্থাগুলোকে প্রবল ভাবে টেক্কা দিয়ে ফিরে এসেছে এই সরকারি সংস্থা। টেলিকম প্রতিযোগিতার বাজারে একের পর এক প্ল্যান এনে টেক্কা দিয়েছে ভোডাফোন, এয়ারটেল, জিও-র মতো বেসরকারি সংস্থাগুলোকে। অন্যান্য সংস্থার প্ল্যানের দাম বাড়ানো ও বিএসএনএল-এর নতুন নতুন প্ল্যান নিয়ে আসায় বাজারে প্রবল ভাবে নিজের উপস্থিতি প্রমাণ করেছে এই সরকারি টেলিকম সংস্থা।
বর্তমানে ৩১৮ টাকার নতুন প্ল্যান নিয়ে এসে বাজারের অন্যান্য টেলিকম সংস্থাগুলোকে রীতিমতো প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে। বিএসএনএল-এর এই নতুন প্ল্যানে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডাটার সঙ্গে মিলবে আরও একাধিক সুবিধা। তবে এই প্ল্যানটি বর্তমানে সারা দেশে নয়, কার্যকর করা হবে মাত্র কয়েকটি সার্কেলে।
আরও পড়ুন : নতুন চমক নিয়ে আসছে জিও, গ্রাহকদের জন্য দারুণ সুযোগ
এই প্ল্যানের আরও বেশ কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। ৩১৮ টাকায় ৮৪ দিনের পাশাপাশি ৯৮ টাকায় ২৪ দিনের প্ল্যান নিয়ে এসেছে তারা। প্রতিটি প্ল্যানেই প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।