মাসে খরচ মাত্র ১০৮ টাকা, BSNL নিয়ে এলো চারটি দুর্দান্ত প্ল্যান

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL অনেকগুলি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। যেখানে গ্রাহকেরা আগের চেয়ে বেশিদিন পর্যন্ত পরিষেবা লাভ করবে। তবে শুধুমাত্র ১৫ ই ফেব্রুয়ারী থেকে ৩১ শে মার্চ পর্যন্তই থাকবে…

Avatar

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL অনেকগুলি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। যেখানে গ্রাহকেরা আগের চেয়ে বেশিদিন পর্যন্ত পরিষেবা লাভ করবে। তবে শুধুমাত্র ১৫ ই ফেব্রুয়ারী থেকে ৩১ শে মার্চ পর্যন্তই থাকবে এই বিশেষ অফার। আসুন বিস্তারিত ভাবে জেনে নিই অফার গুলি সম্পর্কে।

১০৮ টাকাঃ প্রতিদিন ১ জিবি ডেটা + ৫০০ এসএমএস + ২৫০ মিনিট অন্যান্য নেটওয়ার্কে কল (দিল্লী ও মুম্বাই সার্কেলসহ)।বৈধতা ২৮ দিন।

৯৯৯ টাকাঃ অন্যান্য নেটওয়ার্কে প্রতিদিন ২৫০ মিনিট কল(দিল্লী ও মুম্বাই সার্কেলসহ) + ২ মাসের হ্যালোটিউন সাবস্ক্রিপশন। বৈধতা ২৪০ দিন। তবে যেসব গ্রাহকেরা ১৫ই ফেব্রুয়ারী থেকে ২০ শে মার্চের মধ্যে রিচার্জ করবেন তারা ২৭০ দিন বৈধতা পাবেন।

আরও পড়ুন : আরও সস্তায় প্ল্যান আনল ভোডাফোন, সাশ্রয় হবে টাকা সাধারন মানুষের

১৬৯৯ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + অন্যান্য নেটওয়ার্কে মোট ২৫০ মিনিট ভয়েস কলিং। এছাড়াও BSNL টিভি ও টিউন সাবস্ক্রিপশন। বৈধতা ৬০ দিন।

১৯৯৯ টাকাঃ প্রতিদিন ৩ জিবি ডেটা + ১০০ এসএমএস + অন্যান্য নেটওয়ার্কে মোট ২৫০ মিনিট ভয়েস কলিং + BSNL টিভি ও টিউন সাবস্ক্রিপশন।বৈধতা ৩৬৫ দিন।