মাসে খরচ ২০০ টাকার কম, প্রতিদিন ৫ জিবি ডেটার প্ল্যান আনলো BSNL

টেলিকম পরিষেবা জগতে বিএসএনএল এখন বেশ ভালো জায়গায় রয়েছে। TRAI এর দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯ সালে ৪.২ লক্ষ নতুন গ্রাহক সংযোজিত হয়েছে এই সংস্থায়। গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

আপনি যদি কলিং বা মেসেজের থেকে ডেটা ব্যবহার করায় বেশি অভ্যস্ত থাকেন, তবে আপনার জন্য রয়েছে সুখবর। বিএসএনএল তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত ডেটা প্ল্যান।

আরও পড়ুন : মাসে খরচ ২০০ টাকার কম, সস্তায় সেরা ৩ টি প্রিপেইড প্ল্যান আনলো Airtel

এই প্ল্যানগুলিতে কলিং বা এসএমএস এর কোনো সুবিধা নেই। শুধুমাত্র ডেটা ব্যবহার করতে পারবে গ্রাহকেরা। তবে যেহেতু 4G পরিষেবা প্রদানের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এই সংস্থা তাই গ্রাহকদের 3G পরিষেবা ব্যবহার করতে হতে পারে। আসুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই –

৫৫১ টাকাঃ প্রতিদিন ৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এটির বৈধতা ৯০ দিন।

৯৯৮ টাকাঃ এই প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। বৈধতা ২৪০ দিন।তবে ৩১ শে মার্চ পর্যন্ত বিশেষ অফারে আরও ৩০ দিন বেশি বৈধতা পাওয়া যাবে এই প্ল্যানে।