Bullet Train: ভারতে তৈরি হবে ২৮০ কিলোমিটার বেগে ছুটে চলা বুলেট ট্রেন, বরাত পেল BEML
ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে
দেশের মাটিতে এবার বুলেট ট্রেন তৈরি করার পরিকল্পনা নিল ভারত সরকার। ইতি মধ্যেই এর জন্য একটা টেন্ডার ডাকা হয়েছে বলে খবর। তবে, ভারত আর্থ মোভার্স লিমিটেড ছাড়া আর কেউ এই টেন্ডারের জন্য আসেনি। সেই সূত্রে এবারে ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরি করার বরাত পেয়ে গেল এই। আগামী দু বছরের মধ্যে এই ট্রেন তৈরি হয়ে যাবার কথা। জানা যাচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেন লাইনে এই নতুন ট্রেন চলবে। এই ট্রেনের গতিবেগ সর্বোচ্চ ২৮০ কিমি প্রতি ঘন্টা হতে চলেছে। এই ট্রেন তৈরি করার জন্য যে চুক্তি তৈরি হয়েছে তা হলো ৮৬৭ কোটি টাকার।
চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে এই নতুন ট্রেন তৈরি করার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র ভারত আর্থ মুভার্স লিমিটেড এসেছিল দরপত্র নিয়ে। সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট জানিয়েছে, ভারতে বুলেট ট্রেন তৈরি করার পরিকল্পনা বহুদিন ধরেই চলছে এবং বিদেশি সংস্থার বদলে দেশীয় সংস্থার মাধ্যমে এই প্রকল্প চালানো হবে। ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই ট্রেন তৈরি করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপর ২০২৬ সালের আগষ্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে ট্রায়াল রান। এই সূত্রে, BEML জানিয়েছে, তাদের বেঙ্গালুরুর কোচ কমপ্লেক্সে এই নতুন ট্রেন তৈরি করা হবে।
জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই ট্রেন তৈরি করার জন্য জাপানি সংস্থার উপরে ভরসা করেছিল ভারত সরকার। সেই কারণে সেই সময় কিন্তু দেশীয় কোম্পানির সঙ্গে কোন রকম কোন চুক্তি করা হয়নি। কিন্তু এখনো পর্যন্ত শিঙ্কানসেন ই৫ সিরিজের বুলেট ট্রেন তৈরি করে ভারতীয় রেল লাইনের উপরে নিয়ে আসতে পারেনি। এদিকে এই বুলেট ট্রেন তৈরি করার জন্য, ভারত আর্থ মোভার্স যে খরচ করবে তার থেকে অনেক বেশি খরচ করবে ওই জাপানি কোম্পানি। রিপোর্ট অনুযায়ী এই ট্রেনের প্রতিটি বগি তৈরি করার জন্য খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা। অন্যদিকে ওই জাপানি কোম্পানির তরফ থেকে যদি বুলেট ট্রেন তৈরি করা হয় তাহলে প্রতি বগি তৈরি করতে খরচ হবে ৪৬ কোটি টাকা। সেই কারণে ভারত সরকারের খরচ কিছুটা কম হচ্ছে এখানে এবং এই কারণেই ভারতীয় কোম্পানির মাধ্যমে তৈরি করা হবে ভারতের প্রথম বুলেট ট্রেন।