নিউজরাজ্য

বর্ধমান কর্ড লাইনে বাতিল হল বহু ট্রেন, সাঁতরাগাছি সেতু বন্ধ করার প্রস্তুতি

সব মিলিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা

Advertisement

একদিকে এক বছর ট্রেন বাতিল আর অন্যদিকে যানবাহনের উপর নিয়ন্ত্রণ আসতে চলেছে সাঁতরাগাছি সেতুর রক্ষণাবেক্ষণের জন্য। তাই সব মিলিয়ে দুর্ভোগে যাত্রীরা। এই দুর্ভোগ কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই কারণ সাঁতরাগাছি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও খাতায়-কলমে শুক্রবার রাত বারোটা থেকে যান চলাচল নিয়ন্ত্রণ হওয়ার কথা কিন্তু নিত্য যাত্রীরা বলছেন, শুক্রবার সকাল থেকেই যানজট চলছে সেতুতে। কলকাতা মুখি রাস্তায় তীব্র যানজটের ফলে সমস্যা বেড়েছে অফিস যাত্রীদের। বর্ধমান বা আসানসোল থেকে কলকাতায় আসতে গিয়ে যাত্রীরা পড়ছেন সমস্যায়। তেমনি দুর্ভোগ বাড়ছে কলকাতা থেকে বর্ধমান বা আসানসোল যাবার ক্ষেত্রে।

পরিস্থিতি জটিল হওয়ার কারণে বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। টানা দশ দিন এই কয়েকটি লোকাল ট্রেন বন্ধ থাকবে। বারুইপাড়া থেকে চন্দনপুর এর চতুর্থ লাইন রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই সমস্ত ট্রেন বন্ধ রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে দশদিনে ৭ জোড়া অর্থাৎ ১৪ টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। কিছু ট্রেন ডানকুনির বদলে ব্যান্ডেল থেকে ঘুরানো হবে। যদিও কোন দূরপাল্লার ট্রেন বাতিল হয়নি

প্রসঙ্গত উল্লেখ্য হাওড়া বর্ধমান কর্ড লাইনে লোকাল ট্রেনের সংখ্যা এমনিতেই খুব কম। তার মধ্যে সোমবার থেকে শনিবার প্রত্যেকদিন গড়ে দুটি লোকাল ট্রেন, একটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল করাই যাত্রীরা সমস্যায় পড়তে চলেছেন। বর্ধমান থেকে কলকাতা বা কলকাতা থেকে বর্ধমান পৌঁছতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে যাত্রীদের। অন্যদিকে পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার কাটকুড়া প্যাসেঞ্জার হল্ট স্টেশনে ওভার ব্রিজ রক্ষণাবেক্ষণ এর কাজ চলার কারণে ২২ নভেম্বর বাতিল করা হবে একজোড়া লোকাল ট্রেন। তাছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হবে।

Related Articles

Back to top button