ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বর্ধমান বিশ্ববিদ্যালয় চলছে ব্যাপক সংখ্যক কর্মী নিয়োগ, বেতন মাসে প্রায় ৮০ হাজার টাকা

অধ্যাপক পদে বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়োগ চলছে বলে জানানো হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে

Advertisement

চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর নিয়ে এলো রাজ্যের অন্যতম বড় এবং সুপরিচিত বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে একাধিক শূন্য পদের জন্য সেখানে নিয়োগ করা হবে কর্মী। যেকোনো জায়গার ব্যক্তি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই বিজ্ঞাপনটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৫১ টি শূন্য পদের জন্য আবেদন জানানোর কথা জানিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

কিন্তু কোন কোন পদে হবে নিয়োগ? কি হবে তার শিক্ষাগত যোগ্যতা? আপনাদের জানিয়ে রাখি বর্ধমান বিশ্ববিদ্যালয় ১১ জন প্রফেসর, ২২ জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং ১৮ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও যদি আপনি এসসি অথবা এসটি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি আরো পাঁচ বছর অতিরিক্ত বয়সসীমা ছাড় পাবেন এবং আপনি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন আরও তিন বছরের বয়স সীমার ছাড়।

আপনি যদিএই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিয়ে তারপর আবেদন পদ্ধতি ভালো করে ফিলাপ করে সেটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে আপনাকে। এই আবেদন পত্রের সঙ্গেই যোগ করবেন আপনার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এর মধ্যে রয়েছে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আপনার বয়সের প্রমাণপত্র আপনার বাসস্থানের প্রমাণপত্র আপনার পরিচয় পত্র আপনার কাস্ট সার্টিফিকেট এবং আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র অর্থাৎ আপনার সিভি। আরো বিস্তারিত জানতে আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য খোঁজখবর নিতে পারেন।

যদি আপনি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ১৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। অন্যদিকে যদি আপনি সংরক্ষিত শ্রেণির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন মূল্য দিতে হবে এক হাজার টাকা। আপনি যদি প্রফেসর পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার পিএইচডি ডিগ্রি এবং দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদন করতে চান তাহলে আপনাকে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রী করে রাখতে হবে এবং আপনার কাছে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান তাহলে ৫৫ শতাংশ নম্বর সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে আপনাকে স্নাতকোত্তর করতে হবে অথবা আপনাকে ইকোনমিক্স এ স্নাতকোত্তর করতে হবে। এছাড়াও অর্থনীতিতে স্নাতকোত্তর, পিজিডিএম, চার্টার অ্যাকাউন্টেন্ট এবং পিএইচডি করা সমস্ত প্রার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এর জন্য আবেদন করতে পারেন। এই আবেদন করার শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২২ বিকেল পাঁচটার মধ্যে।

Related Articles

Back to top button