গত কয়েক বছরে করোনার কারণে অনেকেই নিজের চাকরি হারিয়েছেন। সকলেই এখন চেষ্টা করছেন যে কিছু ছোটখাটো ব্যবসা খুলে পরিবারের দায়িত্ব সমালোতে। কিন্তু ছোটখাটো ব্যবসা হলেও শুরু করতে বেশ ভালো পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে থাকে। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক বিজনেস আইডিয়া দেব যাতে মোটামুটি কম বিনিয়োগ করেই মাসে মাসে প্রচুর লাভবান হতে পারবেন। যারা এই মুহূর্তে নতুন ব্যবসা শুরু করার জন্য আগ্রহী তারা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
আপনি যদি চাকরির পাশাপাশি ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। আপনি মাসে মাসে ব্যাপক লাভ করতে ‘ব্ল্যাক গোল্ড’ এর ব্যবসা শুরু করতে পারেন। কি এই ‘ব্ল্যাক গোল্ড’? আসলে আপনার যদি ব্যবসা করার মন থাকে তাহলে মহিষ পালন করে তার দুধ দিয়ে ভালো ব্যবসা করতে পারেন। মহিষদের মধ্যে ব্যবসার জন্য সবচেয়ে ভালো মুরাহা প্রজাতি। এই জাতের চাহিদা ব্যাপক। এই জাতের মহিষের উচ্চতা অনেক বেশি এবং এটি অন্যান্যদের তুলনায় অনেক বেশি দুধ দেয়। মুরাহা মহিষের প্রজনন ‘ব্ল্যাক গোল্ড’ নামেই পরিচিত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুরাহা প্রজাতির মহিষ কালো রংয়ের হয় এবং এদের চাহিদা ব্যাপক হয়। আসলে অন্যান্য মহিষদের তুলনায় এই প্রজাতির মহিষ অনেক বেশি দুধ দেয়। আপনি একটি সাধারণ মুরাহা প্রজাতির মহিষের থেকে দৈনিক ২০ লিটার করে দুধ পাবেন। এটি অন্যান্য প্রজাতির মহিষের তুলনায় দ্বিগুণ। এছাড়া আপনার মুরাহা প্রজাতির মহিষকে ভালোভাবে খাবার দিলে এটি দৈনিক ৩০-৩৫ লিটার অব্দি দুধ দেয়। এইসমস্ত মহিষের দাম ১ লাখ টাকা থেকে শুরু হয়ে ৪ লাখ টাকা অব্দি হতে পারে। এই মহিষের ব্যবসা শুরু করলে আপনি মাসে মাসে ব্যাপক লাভবান হতে পারেন।