গোটা বিশ্বে বর্তমানে আতঙ্কের বিষয় নোভেল করোনা ভাইরাস। ভাইরাসটি উৎস স্থান চীন থেকে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই ভয়াবহ পরিস্থিতিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বিশ্বব্যাপী মহামারী’ ঘোষণা করেছে। ভারতে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। এমন সংকটজনক পরিস্থিতিতে বন্দিদশা কাটাচ্ছে সারা বিশ্ব।
আরও পড়ুন : করোনার জেরে স্থগিত রাজ্যের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা
বিশেষজ্ঞদের মত, অন্যের থেকে দুরত্ব বজায় রাখলেই করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব হবে। আক্রান্ত রোগীর থেকে নিজেকে দুরে সরিয়ে রাখতে হবে। যাতে ভাইরাসটির প্রভাব কমানো যায়। এরই মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে এমনই একটি চিত্র।
Social distancing at Bevco outlets pic.twitter.com/tOVoEReKVc
— binu karunakaran (@litemeter) March 19, 2020
Winning the internet today, Kerala folks show you how to safely buy booze during Coronavirus. #SocialDrinkstancing pic.twitter.com/8kwaFZNLhx
— Shiv Aroor (@ShivAroor) March 19, 2020
মনে হয় যেনো বিশেষজ্ঞদের মতের যথাযথ পালন। মদের দোকানের একটি চিত্র, যেখানে দেখা গিয়েছে, ক্রেতারা নিজেদের মধ্যে যথাযথ দুরত্ব বজায় রেখেই মদ কিনছেন। এমন ছবি খুব সহজেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসংশা করছেন অনেকেই।