টেক বার্তা

মাত্র ১০,৬০০ টাকায় কিনে নিন হিরোর ৬০ হাজার টাকার বাইক, জানুন স্পেসিফিকেশন

এই ডিল আপনার জন্য দারুন লাভজনক হতে চলেছে

Advertisement

বাজারে Hero MotoCorp-এর বাইকের কোনো বিকল্প নেই। এই কোম্পানি ভারতের সকল মানুষের বাজেটের কথা চিন্তা করে বাইক তৈরি করে। যেমন গ্ল্যামারের মত কিছু বাইক ভারতে জনপ্রিয়, সেরকমভাবে HF Deluxe বাইকটিও ভারতে একইভাবে জনপ্রিয়। এই কোম্পানির পর্টফর্লিওতে এমন কিছু বাইক আপনি দেখতে পারেন, যেগুলি শুধুমাত্র লুকের দিক থেকে না, সবদিক থেকেই দারুন। তাই যদি আপনি সেই বাইক সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবেও বিক্রি করেন, তাহলেও ভালো দাম হবে। এই বাইক অনেক বেশিদিন টিকে থাকে, ফলে যারা সস্তার মধ্যে বাইক কিনতে চান, এবং যাদের সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে কোনো অসুবিধা নেই, তাদের জন্য HERO একটি দারুন কোম্পানি। এই কারণেই কোম্পানি গ্রাহকদের হৃদয়ে রাজত্ব করে আছে এতদিন ধরে। এই হিরো কোম্পানির বাইকের রিসেল ভ্যালু অনেকটাই বেশি। টিভিএস, বাজাজ ও অন্যান্য কোম্পানির থেকে হিরো কোম্পানির বাইক পরবর্তীতে বিক্রির ক্ষেত্রে অনেকটাই ভালো।

বাজারে এখন নতুন বাইকের দাম ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। তাই এই অবস্থায় অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইকই কিনতে চাইছেন। Hero MotoCorp এর HF Deluxe Self তাদের জন্য একটি দুর্দান্ত বাইক। এটি ভাল মাইলেজ এবং দারুন বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত ভারতে। আপনি যদি এই বাইকটি পছন্দ করেন এবং কেনার পরিকল্পনা করেন, তবে এটি আপনার জন্য স্বল্প বাজেটে কেনার একটি সুবর্ণ সুযোগ।

এই বাইকটি carandbike.com এ একটি সেকেন্ড হ্যান্ড বাইক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যার কারণে গ্রাহকরা বিশাল সঞ্চয় করার সুযোগ পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, নতুন HF ডিলাক্স বাইকের দাম বর্তমানে ৫০ হাজার টাকার বেশি। তবে, এই সেকেন্ড হ্যান্ড বাইকটির দাম এর তুলনায় অনেকটাই কম। সিঙ্গেল হ্যান্ড ইউজ হওয়ায় এই বাইকের অবস্থা এখনো খুবই ভালো। তাই টেনশন ফ্রি ভাবেই আপনি এই বাইকটি কিনতে পারেন।

এইচএফ ডিলাক্স বাইকটি carandbike.com-এ বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ব্যবহৃত এইচএফ ডিলাক্স বাইকটি ২০১৭ মডেলের। আর এই বাইকের কন্ডিশন এখনো বেশ ভাল। এটি প্রায় ৩০ হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে যা বেশ ভালই বলা চলে। এই মুহূর্তে আপনি এই বাইকটি পাচ্ছেন নয়াদিল্লিতে। তবে, সবথেকে আকর্ষনিয় বিষয়টি হলো এই বাইকের দাম। আপনাদের জানিয়ে রাখি এই ওয়েবসাইটে মাত্র ১০,৬০০ টাকায় এই বাইকটি লিস্ট করা হয়ছে। তাই যদি আপনি এই মুহূর্তে একটি বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া করবেন না। তবে হ্যাঁ, যখন আপনি বাইক কিনবেন তখন বিক্রেতার সঙ্গে সমস্ত কথাবার্তা ভালোমত বলে নেবেন।

Related Articles

Back to top button