বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ প্ল্যাটিনা বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।
কম দাম এবং ব্যাপক মাইলেজ এই কম্বিনেশন থাকলেই বুঝে নিতে হবে এই Bajaj Platina এর কথা বলা হচ্ছে। রোজকার ব্যবহারের জন্য এই বাইকের জনপ্রিয়তা ব্যাপক। তবে আপনার কাছে যদি এখন এই বাইক কেনার বাজেট না থাকে তাহলে আপনাদের জানিয়ে রাখি মাত্র ২৫ হাজার টাকা খরচ করে আপনি এই বাইক বাড়ি আনতে পারেন। ভাবছেন এও কি করে সম্ভব! ২৫ হাজার টাকায় আবার বাইক পাওয়া যায় নাকি? আপনাদের জানিয়ে রাখি আপনার যদি এখন নতুন বাইক কেনার বাজেট না থাকে তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট থেকে ভালো কন্ডিশনের এই বাজাজ প্লাটিনা কিনতে পারেন। অনলাইনে ওয়েবসাইটে উপলব্ধ বেশ একটি বেস্ট ডিল সমন্ধে আপনাদের এখানে জানানো হলো।
Droom ওয়েবসাইটে ২০১৪ মডেলের একটি Bajaj Platina বাইক কেনার জন্য নথিভুক্ত আছে। এই বাইকের কন্ডিশন বেশ ভালো। একটু সার্ভিস করে নিলে আপনি এই বাইক অনেক বছর ব্যবহার করতে পারবেন। বাইকটি আপনি মাত্র ২৫,০০০ টাকায় পেয়ে যাবেন। এছাড়া Quikr এ ২০১৮ মডেলের একটি Platina আছে। আপনি সাইট ভিজিট করে এই বাইক দেখে নিতে পারবেন। বাইকটি মাত্র ৩৭,০০০ টাকায় আপনি কিনতে পারবেন। আর ২০১৭ মডেলের একটি Platina বাইক Olx এ আছে, যেই বাইকটি আপনি ৩৫,০০০ টাকায় কিনতে পারবেন।
Amanda Bynes publicly denied a viral TikTok claim on Friday, stating the widely circulated video…
Brendan Fraser has confirmed that The Mummy franchise is officially returning with a fourth installment,…
The Frozen franchise is once again making headlines, but this time it’s not about box…
Country star Brett Young shared new insight into the strength of his long-standing marriage during…
Megan Fox and Machine Gun Kelly are officially back together, entering what sources describe as…
Ethan Slater’s dramatic transformation for Wicked: For Good has become one of the production’s most…