টেক বার্তা

২৫০০০ টাকায় কিনে নিন টাটা কোম্পানির নতুন গাড়ি HARRIER ও SAFARI, দেখুন ফিচার

এই দুটি নতুন গাড়ি ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে

Advertisement
Advertisement

ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে নতুন কিছু এসইউভি গাড়ি। টাটা মোটরস আজ ভারতে ফেসলিফ্ট হ্যারিয়ার এবং সাফারির জন্য বুকিং শুরু করে দিয়েছে। টাটা অনুমোদিত ডিলারশিপে এবং অনলাইনে ২৫ হাজার টাকার প্রাথমিক টোকেনে আপনি এই গাড়ি বুক করতে পারবেন। টাটা হারিয়ার এবং সাফারি এর ভিতরে বেশ কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যা আপনি এই দামের অন্যান্য গাড়িতে দেখতে পান না। বুকিং শুরুর ব্যাপারে কথা বলতে গিয়ে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মবিলিটির ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেছেন, ” আজ থেকে শুরু হওয়া নতুন হারিয়ার এবং সাফারির জন্য বুকিং শুরু করতে পেরে আমরা অত্যন্ত খুশি। আমাদের গ্রাহকদের মূল্যবান প্রতিক্রিয়া আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করব এই গাড়ি আপনাদের সমস্ত প্রত্যাশা পূরণ করবে।”

Advertisement
Advertisement

জানিয়ে রাখি এই নতুন টাটা হ্যারিয়ার গাড়িতে আপনারা নতুন চারটি ভ্যারিয়েন্ট পাবেন। এর মধ্যে অন্যতম হল স্মার্ট পিওর অ্যাডভেঞ্চার এবং ফিয়ারলেস। ADAS ভিত্তিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্স এবং নিরাপত্তা প্রযুক্তিসহ বেশ কয়েকটি বৈশিষ্ট্য এই গাড়িকে করে তুলবে আরো আধুনিক। আধুনিক কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে এই গাড়ি আপনারা পেয়ে যেতে চলেছেন। এছাড়াও এই গাড়িতে থাকবে সাতটি এয়ার ব্যাগ, স্মার্ট ইলেকট্রনিক শিফটার এবং প্যাডেল শিফটার। এছাড়াও এই গাড়িতে আপনারা পাবেন ডুয়াল জোন স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ সিস্টেম।

Advertisement

অন্যদিকে টাটা সাফারি গাড়িতে আপনারা পাবেন স্মার্ট পিওর অ্যাডভেঞ্চার এবং অ্যাকমপ্লিশড এই চারটি ভেরিয়েন্ট। এই গাড়িতে আপনারা পাবেন দুটি এলইডি প্রজেক্টর হেড লাইট। এছাড়াও থাকবে বিশেষ লিফট গেট। এই গাড়িতে আপনারা পাবেন ওয়ারলেস অ্যাপেল কার্ড প্লে সিস্টেম এবং অ্যান্ড্রয়েড অটো ইন্টারফেস। এছাড়াও আপনাদের জন্য রয়েছে ৩১.২৪ সেন্টিমিটারের হার্মান টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই দুটি গাড়িতেই আপনারা পাবেন এমন কিছু ফিচার যা এর আগে টাটার কোন গাড়িতে আপনারা পাননি। এছাড়াও এই দুটি গাড়িতে দুই লিটারের ফোর সিলিন্ডার টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন দেওয়া হবে। ১৭০ পিএস সর্বাধিক শক্তি এবং ৩৫০ নিউটন মিটার সর্বাধিক টর্ক তৈরি করতে পারবে এই গাড়ি। এছাড়াও এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button