বাইকের থেকেও কম দামে আজই কিনে এই ইলেকট্রিক গাড়ি, থাকবে সমস্ত অত্যাধুনিক ফিচার
আজকাল মাইক্রো ইভি গাড়ি ব্যাপক জনপ্রিয় হচ্ছে
ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। তবে মার্কেটে জনপ্রিয়তা পেলেও রিয়েল লাইফে এই সমস্ত গাড়ি ব্যবহারের অন্যতম প্রধান সমস্যা হল এগুলির দাম। সাধারণ পেট্রোল ডিজেল গাড়ির তুলনায় অনেক বেশি দাম হয় এই ইলেকট্রিক গাড়ির। তবে মার্কেটের চাহিদা বুঝে এবার লঞ্চ হচ্ছে মাইক্রো ইভি। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মাইক্রো ইভি সেগমেন্টে এবার লঞ্চ হল ইয়াকুজা করিশমা ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির দাম শুনলে অবাক হবেন আপনিও। একটি বাইকের থেকেও কম দামে কিনতে পারবেন এই ইলেকট্রিক গাড়ি। এতে আপনি পাবেন অনেক অত্যাধুনিক ফিচার। এছাড়া এই ছোট গাড়ি আপনি শহরে খুব সহজে নিয়ে ঘুরতে পারবেন। এই গাড়িটিতে ৬০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটি এক চার্জে ৫০ কিমি থেকে ৬০ কিমি চলবে। আর এই গাড়ি ফুল চার্জ হতে ৫ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা সময় লাগবে।
এছাড়া এই গাড়ির ফিচারের কথা বললে এতে দুটি দরজা থাকবে। দরজাতে পাওয়ার উইন্ডো দেওয়া আছে। এই গাড়িতে ৩ জন বসতে পারবেন। ছোট গাড়ি হলেও এতে সানরুফ পেয়ে যাবেন আপনি। এবার এই গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনি। মাত্র ১.৭২ লাখ টাকায় এই গাড়ি আপনি কিনে নিতে পারেন। একটি বাইকের দামও এর থেকে বেশি হয়। বাজেট মূল্যে ইলেকট্রিক গাড়ি কিনতে চাইলে ইয়াকুজা করিশমা ইলেকট্রিক গাড়ি আপনার জন্য ভালো অপশন হতে পারে।