পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজনৈতিক দক্ষতা ছাড়াও চিত্রশিল্পেও দক্ষতা রয়েছে। শুধু ভালোবাসার জন্যে নয় তিনি প্রতিবাদের হাতিয়ার হিসেবেও চিত্রশিল্পকে বিভিন্ন সময় তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন তোলপাড় দেশ তখন আরও একবার তিনি রঙ তুলি হাতে নিলেন।
সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় জনসংখ্যা পঞ্জি ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতার সুর ধরা পড়লো তার ক্যানভাস জুড়ে। এর আগে বিক্ষোভের ফলে নষ্ট হয়েছে কোটি টাকার সরকারি সম্পত্তি, হেনস্থার শিকার হয়েছেন সাধারন মানুষ। তাই এই বার তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ চান।
আরও পড়ুন : রাজ্যের শিক্ষকদের জন্য নতুন নিয়ম, বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এদিন মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে হাজির ছিলেন তৃণমূল শীর্ষনেত্রী। ক্যানভাসে ফুটিয়ে তোলেন সিএএ, এনআরসি ও এনপিআর নিজের প্রতিবাদের চিত্র। শুধু তিনিই নয় সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট শিল্পীরাও।
তৃণমূলের এক নেতা জানান, দেশের নামীদামী গ্যালারিতে ছবিগুলির প্রদর্শন করা হবে। তার মতে সিএএ ও এনআরসির বিরুদ্ধে এই চিত্রগুলি সচেতনতামূলক প্রচারের অংশ হবে।