Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যতই বিরোধিতা হোক, CAA লাগু হবেই, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

রবিবার শহীদ মিনারে সভাই অমিত শাহ তৃণমূলের উদ্দেশ্যে বার্তা দিলেন সিএএ লাগু করা থেকে কেন্দ্রকে আটকানো যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এবং তার দল মুসলমান ভাইবোনদের বোঝাচ্ছে সিএএ-র  ফলে…

Avatar

রবিবার শহীদ মিনারে সভাই অমিত শাহ তৃণমূলের উদ্দেশ্যে বার্তা দিলেন সিএএ লাগু করা থেকে কেন্দ্রকে আটকানো যাবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এবং তার দল মুসলমান ভাইবোনদের বোঝাচ্ছে সিএএ-র  ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু আদেও কারও নাগরিকত্ব যাবে না, বরং নাগরিকত্ব দেওয়ার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন। পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান তিনি, এইসব শরনার্থীদের কেন আপন মনে করে অনুপ্রবেশকারীদেরই কেন আপন বলে মনে এ প্রশ্নও করেছেন তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। শরনার্থীদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব সিএএ, মুখ্যমন্ত্রী কিছুতেই আটকাতে পারবেন না।

তিনি এও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিএএ-র বিরোধিতা করছেন না,তিনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের, গান্ধী, আম্বেদকর এর মৌলানা আজাদের বিরোধিতা করেছেন। একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা গড়বে বলে জানান অমিত শাহ।তারা নতুন বাংলা গড়বে, কোটি কোটি শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার যাত্রায় এগিয়ে যাবে । সোনার বাংলা গড়ার যাত্রা। আর নয় অন্যায় স্লোগান সঙ্গে নিয়ে ঘরে ঘরে যাবে বিজেপির কর্মকর্তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কলকাতা পুলিশের সামনেই ‘গোলি মারো’ স্লোগান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের

কেন্দ্রে মোদীজির নেতৃত্বে দেশের বিকাশের সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তাও সুনিশ্চিত হয়েছে, সবাই চেয়েছিল কাশ্মীর দেশের অবিচ্ছেদ্দ অংশ হোক, সেই জন্য মোদীজি ৩৭০ রদ করে সেই কাজ করেছেন। অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘ লড়াইয়ের পর মোদীজি রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠন করেছেন। খুব শীঘ্রই অয়োধ্যায় রাম মন্দির হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারেন নি, আর পারবেনও না, সিএএ লাগু হবেই। একথা আরও একবার স্পষ্টত জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

About Author