Today Trending Newsদেশনিউজ

CAA-NRC নিয়ে দেশব্যাপী ক্ষোভের মধ্যে মন্ত্রিপরিষদে NPR–এর জন্য ছাড়পত্র দিল ক্যাবিনেট

Advertisement
Advertisement

নিজস্ব প্রতিনিধি: চারিদিকে এত বিক্ষোভ, আন্দোলন, মিটিং, মিছিল। এনআরসি, সিএএকে ঘিরে জ্বলছে দেশ। এরই মধ্যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর–এর কাজ শুরু করার অনুমতি দিল নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ কথা ঘোষণা করেন। জানান, ৬ মাস ধরে এই কাজ চলবে। দেশের নাগরিকদের ডাটাবেস তৈরি হবে এনপিআর–এর হাত ধরে। ক্যাবিনেটে এই প্রক্রিয়ার জন্য ৮,৭০০ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে।

Advertisement
Advertisement

২০২১–এর জনগণনার আগেই ২০২০ সালে এনপিআর আপডেট করা হবে। ২০১১ সালে জনগণনার আগে ২০১০ সালেও জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর–এর আপডেট করা হয়। অসম ছাড়া দেশের প্রতিটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে এনপিআর আপডেটের কাজ সমাপ্ত করা হবে।

Advertisement

আরও পড়ুন : NRC-এর জন্য মহারাষ্ট্রে কোন ডিটেনশন ক্যাম্পের অনুমতি দেবে না সরকার, কেন্দ্রকে জানাল উদ্ধব ঠাকরে

Advertisement
Advertisement

২০১০ সালে এনপিআর–এর কাজ শুরু হলেও এনআরসি–সহ বিভিন্ন কারণে এবার এই জনসংখ্যা পঞ্জিকরণ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এনপিআর–এ প্রত্যেক নাগরিকের বিস্তারিত থাকবে। সূত্রের খবর, এর জন্য প্রত্যেক নাগরিকের কাছ থেকে নাম, ঠিকানা, শিক্ষা, পেশার মতো ১৫টি বিষয় জানতে চাওয়া হতে পারে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকরের দাবি, এর জন্য কোনও তথ্য, বায়ো–মেট্রিক লাগবে না।

সেন্সস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের হোমপেজে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স–এর লিঙ্ক রয়েছে। তার ভিতরেই রয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের বিষয়টি। দেশের প্রতিটি নাগরিকের ডাটাবেস তৈরিই যার লক্ষ্য। এর ফলে দেশের প্রতিটি নাগরিকের বিস্তারিত কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যা সাহায্য করবে। দেশের নিরাপত্তার দিকটিও এর ফলে সুদৃঢ় হবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের।

Related Articles

Back to top button