অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কাজ শুরু হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় এর।করণা আবহের পরবর্তীতে নিউ নরমালে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের কোন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চলেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকে কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা হবে। আপাতত শুধুমাত্র স্নাতকোত্তর ছাত্র-ছাত্রী এবং গবেষক পড়ুয়াদের জন্য এই বিশ্ববিদ্যালয় খোলা হবে এবং চলবে শুধুমাত্র প্রাক্টিক্যাল ক্লাস। সোমবার বিশ্ববিদ্যালয় সূত্রে সার্কুলার দিয়ে এই নোটিশ জানানো হয়েছে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খুব অল্প সময়ের মধ্যে প্রাক্টিক্যাল ক্লাস এর সমস্ত পাঠক্রম শেষ করে ফেলা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ আলোচনা করার পর সিদ্ধান্ত নিয়েছে ৩.৫ মাসের সিলেবাস মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যে শেষ করা হবে। কাজেই বোঝাই যাচ্ছে, একেবারে দিনরাত এক করে প্রাক্টিকাল করানো হবে। কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে এবারে কি হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টাইমিং। জানা যাচ্ছে, সকাল থেকে শুরু হবে ক্লাস এবং একেবারে রাত অব্দি চলবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো হয়নি।
পাশাপাশি, ১০ থেকে ১২ দিনের জন্য একটি ব্যাচ তৈরি করে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হতে চলেছে। করণা পরিস্থিতি কে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে জানা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন হোস্টেল এখনো অবধি খোলা হচ্ছে না। তবে এবারে প্রশ্ন উঠছে, দূরে ছাত্রছাত্রীরা কিভাবে প্র্যাকটিকাল ক্লাস করবে? বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা অনেকেই তাদের বন্ধু এবং আত্মীয়ের বাড়ি থেকে ক্লাস করতে চাইছে। তাই এতোটা কিছু অসুবিধা হবে না। বিশ্ববিদ্যালয় জানিয়েছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ম্যারাথন প্রাকটিক্যাল ক্লাসে পরিকল্পনা শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।