বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। তিনি কি আদৌ ভারতের দলে ফিরবেন সে বিষয়ে কোনো প্রশ্ন ধারণা পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে ভারত ধোনির উপযুক্ত উত্তরসূরি খোঁজার জন্য চেষ্টা করছে। সীমিত ওভারের ক্রিকেটে সেই দৌড়ে আছেন রিষভ পন্ত, সঞ্জু স্যামসন, ঈশান কিশান এবং দীনেশ কার্তিক। টেস্ট ক্রিকেটে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা, রিষভ পন্ত এবং দীনেশ কার্তিক। কিন্তু একজনের পারফরম্যান্স সেভাবে পছন্দ হচ্ছে না টিম ম্যানেজমেন্ট এর।
টেস্ট ক্রিকেটে প্রথম পছন্দের কিপার হিসেবে বাকিদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। তিনি চোট পাওয়ায় দীনেশ কার্তিক ইংল্যান্ড সফরে সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কার্তিক। এরপর সফরের মাঝপথে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রিষভ পন্তের। একটা দুটো ম্যাচে ভালো খেললেও ভুল শট খেলে আউট হওয়ার প্রবণতা তিনি ছাড়তে পারছেন না। এছাড়াও পন্তের উইকেট কিপিং দক্ষতা নিয়েও প্রশ্ন চিহ্ন রয়েছে। এই জায়গায় অনেক উন্নতি করতে হবে তাকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : Ind Vs Nz : প্রথমবারের জন্য ভারতীয় একদিনের দলে ডাক পেলেন এই ভারতীয় ক্রিকেটার
ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে প্রায় আধ ডজন উইকেটরক্ষককে ভারতীয় ড্রেসিংরুম শেয়ার করতে দেখা গেছে। সেই তালিকায় নতুন সংযোজন কে এল রাহুল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া একদিনের সিরিজে রিষভ পন্ত চোট পাওয়ায় পার্ট টাইম কিপার হিসেবে দুর্দান্ত কাজ করেছেন কে এল রাহুল। রাহুলকে আরও কয়েকটি ম্যাচে কিপার হিসেবে দেখে নিতে চাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে রিষভ পন্তের ভবিষ্যৎ কি হতে চলেছে।