ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : ছোট থেকে বড় সকলেই ক্যান্সার রোগের সঙ্গে পরিচিত। ক্যান্সার রোগের নাম শুনলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এটি একটি মারণ রোগ। বর্তমানে এই ক্যান্সার রোগীর মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। তবে ক্যান্সার মানেই যে মৃত্যু অনিবার্য সেটি মনে করাও ভুল। প্রাথমিক পর্যায়ে এই রোগ পর্যবেক্ষণ করা গেলে তা নিরাময় করা সম্ভব।
তবে মধ্যবিত্ত পরিবারে এই রোগ হলে তার চিকিৎসা করা সম্ভব হয়ে ওঠে না। কারণ ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল। আমাদের দেশে বিনা চিকিৎসায় অনেক ক্যান্সার রোগী মারা যাচ্ছে। এই কারণের জন্য চিকিৎসা বিজ্ঞানীরা ক্যান্সার নিয়ে প্রচুর গবেষণা করছে, যাতে এর চিকিৎসার খরচ কিছুটা কমানো যায়।
সম্প্রতি ইতালির এক গবেষক তুলিও সিমোনসিনি গবেষণা করে আমাদের কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছেন। তিনি জানাচ্ছেন মাত্র পাঁচ থেকে দশ টাকাতেই সেরে উঠবে ক্যান্সার। আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু ঘরোয়া উপাদানেই রয়েছে ক্যান্সারের ঔষধ। নিত্য প্রয়োজনীয় এই উপাদানটি হল খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা।
ইতালির গবেষক সিমোনসিনি তার লেখা একটি বইয়ে জানাচ্ছেন বেকিং সোডার সাহায্যে তিনি অনেক ক্যান্সার রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা করেছেন। তার লেখা বইটির নাম হলো ‘ক্যান্সার ইজ অ্যা ফাঙ্গাস: অ্যা রিভলিউশন ইন টিউমার থেরাপি’ সিমোনসিনি আরও জানাচ্ছেন মাত্র ১০ দিনের মধ্যেই বেকিং সোডা ব্যবহার করে সব ধরনের ক্যান্সারকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।
সিমোনসিনি কুড়ি বছরের বেশি সময় ধরে এই বেকিং সোডা দিয়ে চিকিৎসা করে চলেছেন। তার দাবি তিনি বেকিং সোডা ব্যবহার করে অনেক মৃত্যুমুখী ক্যান্সার রোগীদের সারিয়ে তুলেছেন।
সিমোনসিনি বলেন ক্যান্সার একটি আলসারের মতো, এই আলসার বিকৃত কোষগুলোকে জমা করে শরীরের মধ্যে বাস করে। সেক্ষেত্রে ত্বকের ক্যান্সারের সবচেয়ে ভালো ঔষধ হলো বেকিং সোডা। বেকিং সোডা যে ক্যানসারকে ভালো করতে সক্ষম, এ বিষয়ে সিমোনসিনির মতো অন্য গবেষকরাও একমত হয়েছেন।