BREAKING: নারদা কাণ্ডে বিজেপির এই নেতাকে তলব CBI এর! উঠে আসতে পারে চাঞ্চল্যকার তথ্য

নারদ কাণ্ডের পারদ ক্রমশঃ বাড়াচ্ছে সি বি আই আর সেই সঙ্গে বিতর্ক এবং রাজ্য রাজনীতির পারদ চড়ছে। বৃহস্পতিবার এস এম এইচ মির্জাকে গ্রেফতার করে সি বি আই। এবার বি জে…

Avatar

নারদ কাণ্ডের পারদ ক্রমশঃ বাড়াচ্ছে সি বি আই আর সেই সঙ্গে বিতর্ক এবং রাজ্য রাজনীতির পারদ চড়ছে। বৃহস্পতিবার এস এম এইচ মির্জাকে গ্রেফতার করে সি বি আই। এবার বি জে পি এর এক বড় মাপের নেতাকে ডাকা হতে পারে বলে খবর সূত্র মারফতে।

যে নেতাকে ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে তার নাম নারদকান্ড তে জড়িয়েছিল। তখন তিনি রাজ্যের শাসকদলের এক প্রভাবশালী নেতা ছিলেন , পরবর্তীতে তিনি বি জে পি যোগদান করেন ও সেখানে একজন প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ নেতা হয় ওঠেন। শোনা যাচ্ছে, তদন্তের স্বার্থে বি জে পি এর সেই নেতাকে ডেকে পাঠাতে পারে সি বি আই এবং তাকে ও এস এম এইচ মির্জাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সি বি আই।

About Author