রাজীব ঘোষ: আই এন এক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।শুধু চিদাম্বরম বা তার ছেলেই নন,এবার সিবিআই এই মামলায় অভিযুক্ত ছয়জন আইএএস অফিসারকে জেরা করা শুরু করেছে।বিহার ক্যাডারের আইএএস দীপক কুমার সিং এফ আই পি বি-তে কর্মরত ছিলেন।তিনি বলেন, আই এন এক্স মিডিয়া ৪ কোটি ৬২ লক্ষ টাকার বিদেশি বিনিয়োগ চায়।তাদের অনুমতি দেওয়া হয়েছিল।আরেক জন আইএএস অফিসার হলেন অন্ধ্রপ্রদেশ ক্যাডারের ডুভভুরি সুব্বারাও।তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন।সিবিআই জেরায় তিনি স্বীকার করেছেন,আই এন এক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিয়ম ভাঙা হয়েছিল।
অর্থমন্ত্রকে অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে ছিলেন আইএএস অফিসার পি কে বাগগা।তিনি সিবিআই জেরায় বলেছেন, নির্ধারিত সীমার চেয়ে বেশী বিদেশি বিনিয়োগ এসে থাকলে এফ আই পি বি-র ব্যাপারটা আরবিআইকে জানানো উচিত ছিল।আই এন এক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার সময় অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব ছিলেন আইএএস অফিসার অশোক চাওলা।সিবিআই তার বিরুদ্ধে এয়ারসেল ম্যাক্সিস মামলায় তদন্ত করার অনুমতি পায়।ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পদ থেকে তখন তিনি ইস্তফা দেন।একসময় নীতি আয়োগের অতিরিক্ত সচিব ছিলেন আইএএস অফিসার সিন্ধুশ্রী খুল্লার।সিবিআইয়ের কথায়, আই এন এক্স মিডিয়ার বেআইনী কার্যকলাপ দেখেও তিনি কোনো ব্যবস্হা নেননি।সিবিআই এই ছয়জন আইএএস অফিসারকে আই এন এক্স মিডিয়ায় দুর্নীতির মামলায় জেরা করছে।