রাজীব ঘোষ: নারদাকান্ডে এবার সিবিআই ডেকে পাঠালো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।নারদার তদন্তের জন্য সিবিআই অফিসাররা আগামী ৩১ তারিখের মধ্যে সিবিআই দফতরে শোভন চট্টোপাধ্যায়কে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।সিবিআই নারদাকান্ডে তদন্তের জন্য এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, নেতাদের ডেকে পাঠিয়েছে।তাদের জেরা করেছে সিবিআই।নারদাকান্ডে বেশ কিছু বিষয়ে তদন্ত করে তথ্য জানার জন্য সিবিআইয়ের অফিসাররা এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠালেন।কিছুদিন আগেই কলকাতার প্রাক্তন মেয়র এবং বিধায়ক শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দিল্লির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
তার সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন।তখন রাজ্য বিজেপির পক্ষ থেকে শোভনকে সংবর্ধনা দেওয়া হয়।সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে শোভন চট্টোপাধ্যায় নারদাকান্ডে সিবিআইকে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল নারদার তদন্তে সিবিআইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শোভন বিজেপিতে যোগদান করেন।সেই অভিযোগের পরে শোভন নারদাকান্ডে সিবিআইকে সহযোগিতা করবেন বলেছিলেন।তারপর এদিন সিবিআইয়ের পক্ষ থেকে নারদাকান্ডে জেরা করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে।স্বাভাবিক ভাবেই শোভনকে সিবিআইয়ের তলবে রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছে।গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না।তার দলের বৈঠকে অনুপস্থিতি নিয়েও আলোচনা হয়।তারপর এদিন নারদাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য শোভনকে ডেকে পাঠালো সিবিআই।