কঠিন লড়াইয়ে জয়ী, মেয়ের ধর্ষকদের ফাঁসির পর উচ্ছ্বাস প্রকাশ নির্ভয়ার মায়ের
দীর্ঘ লড়াই শেষে সাত বছর পর আজ শান্তি পেল মায়ের মন। আইনি জটিলতায় বারবার আটকে যাওয়া ফাঁসির রায় অবশেষে কার্যকর হয়েছে ২০ মার্চ, শুক্রবার। এদিন সূর্যোদয়ের পূর্বেই নতুন কাপড় পরিয়ে ফাঁসি মঞ্চে নিয়ে যাওয়া হয় চার অভিযুক্তকে। একে একে চার অভিযুক্তকে ফাঁসিকাঠে ঝোলানো সম্পূর্ণ হলে শান্তি আসে মায়ের মনে। কারণ, এই সাত বছরে বহু কটুক্তি শুনতে হয়েছে নির্যাতিতা মেয়ের নামে। অভিযুক্ত পক্ষের আইনজীবী এ পি সিংহ বারবার নির্ভয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে গিয়েছেন। আদালত চত্ত্বরে দাঁড়িয়ে নির্ভয়ার মায়ের সামনে তিনি বলেছিলেন, কোনদিনও ফাঁসি হবে না অভিযুক্তদের।
আরও পড়ুন : ‘দেশের মেয়েরা ন্যায়বিচার পেল’, বললেন নির্ভয়ার মা
ফলে, এদিন যখন চার অভিযুক্ত মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় সিংহের ফাঁসি কার্যকর হওয়ার খবর এসে পৌঁছায় নির্ভয়ার মা আশাদেবীর কাছে। আনন্দে ভরে ওঠে মায়ের মন। সেই আনন্দ তিনি ভাগ করে নেন প্রতিবেশীদের সঙ্গে। নিজের আবাসনের বাসিন্দা সঙ্গে নিয়ে অভিযুক্তদের ফাঁসির আনন্দ উপভোগ করেন তিনি। এতদিনের কঠিন লড়াইয়ে জয়ী হয়ে তা উদযাপন করেন প্রতিবেশীদের নিয়ে।
প্রসঙ্গত, ২০১২ ডিসেম্বরের এক শীতের রাতে দিল্লির রাস্তায় ধর্ষিত ও নির্যাতিত হয়ে মৃত্যু হয়েছিল নির্ভয়ার। সাত বছর সেই নৃশংস ঘটনার সাজা কার্যকর হওয়ায় খুশির হাওয়া নেমে এসেছে দেশ জুড়ে।