তড়িৎ ঘোষ : আগের মাসে সুপ্রিম কোর্ট একটি মামলাতে কেন্দ্রীয় সরকারের পক্ষে রায় দিয়ে বলে দ্রুত টেলিকম সংস্থাগুলিকে বকেয়া রাজস্ব মিটিয়ে দিতে হবে। এর ফলে মাথায় আকাশ ভেঙে পড়ে সংস্থাগুলির। এত কম সময়ে সংস্থাগুলির পক্ষে এই বিপুল বকেয়া মেটানো কোন ভাবেই সম্ভবপর ছিলনা। তখন টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআই টেলিকম সংস্থাগুলিকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ চেয়ে আরজি করেন।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে টেলিকম নিয়ে আলোচনা হয়। টেলিকম সংস্থাগুলির আর্থিক বেহাল দশার কথার ভেবে সিদ্ধান্ত নেয়া হয় যে সংস্থা গুলিকে বাড়তি সময় দেয়া হবে বকেয়া মেটানোর জন্য। মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন “টেলিকম সংস্থাগুলির লোকসানের কথা মাথায় রেখে এবং তাদের আর্জির উপর ভিত্তি করে ও সচিবদের কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে স্পেকট্রাম বাবদ বকেয়া মেটানোর জন্য টেলিকম সংস্থাগুলিকে বাড়তি দুবছর সময় দেয়া হলো”। এর ফলে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল এর মত সংস্থাগুলি ২০২২ সাল পর্যন্ত সময় পাচ্ছে বকেয়া মেটানোর জন্য।