নিউজপলিটিক্সরাজ্য

নাড্ডা কনভয় হামলার পর অতিরিক্ত সতর্ক কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরে বজ্রআঁটুনি নিরাপত্তা

Advertisement

কিছুদিন আগেই বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার সফরের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবার যাওয়ার সময় তার কনভয়ে আচমকা ইট পাথর দিয়ে হামলা করে বিক্ষোভকারীরা। আর এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের ১৯ ডিসেম্বর বাংলা সফরে আসার কথা ঘোষণা করেন। তবে নাড্ডার কনভয় হামলার পর কেন্দ্র সরকার একটু সজাগ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সময় তাই বাড়তি নজর রাখছে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলি।

বাংলা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথেঅপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যেতে পারে সেই কথা ভেবেই স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় নিরাপত্তারক্ষীর সংখ্যা অনেকটা বাড়ানো হচ্ছে। এবার তার যাত্রাপথ থেকে শুরু করে সভাস্থল অব্দি সব জায়গাতেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এমনিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের বাংলা সফর পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে। তারমধ্যে অমিত শাহের কাছে এসে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারে বলে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা-কল্পনা চলছে। এই পরিস্থিতিতে শাহের বাংলা সফর ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।

এবার অমিত শাহের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াও রাজ্য পুলিশের সশস্ত্র অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। অমিত শাহ কে ঘিরে থাকবে নিরাপত্তারক্ষীদের একটি বলয়। এছাড়াও তার চারিধারে নিরাপত্তারক্ষীরা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কনভয়ের সময় সাধারণ মানুষের সাথে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা মিশে থাকবে। যাতে না আর কোন বিক্ষোভের সুযোগ পায় কেউ। এছাড়া ভিড় করা মানুষদের দেহ তল্লাশি করার সম্ভাবনা আছে প্রবল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বাংলায় আসছে। প্রথম দিনই তিনি পূর্ব মেদিনীপুরে একটি দলীয় সভা করবেন। ইতিমধ্যেই সিআরপিএফের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাবেন বা যেখানে সভায় উপস্থিত থাকবেন, এই জায়গার রেইকি করবে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সি।

Related Articles

Back to top button