দেশনিউজ

অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও বিশেষ কিছু পণ্য পরিবহন করা যাবে, ঘোষণা কেন্দ্রের

Advertisement

এবার অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও কিছু জিনিস পরিবহনে ছাড় দিল কেন্দ্র সরকার। করোনার প্রকোপে দেশ জুড়ে চলছে লক ডাউন বিধি। যার ফলে অত্যাবশ্যকীয় কিছু পণ্য ছাড়া বাকি সমস্ত পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি ছিল। লক ডাউন বিধিতে অত্যাবশ্যকীয় পণ্য গুলির মধ্যে ছিল দুধ, ওষুধ, মুদি সামগ্রী, সংবাদপত্র, দুগ্ধজাত পণ্য পরিবহনে কোনো রকম বিধিনিষেধ ছিল না।

এবার অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও পরিবহনে আরও যোগ হল শ্যাম্পু, সাবান, হ্যান্ড-ওয়াশ, ডিটারজেন্ট পাউডার। এছাড়া আরও পরিবহনে যোগ হয়েছে টুথপেষ্ট, ব্যাটারি, চার্জার, মহিলাদের ন্যাপকিন, শিশুদের ডায়পার। এইসমস্ত অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি পরিবহনে কেন্দ্র এদিন ছাড় দিয়েছে।

যে সমস্ত পরিযায়ী শ্রমিক এবং দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য রাজ্যগুলিকে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২৪ মার্চ সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় আগামী ২১ দিনের লক ডাউন বিধি জারি থাকার পরেও গত শনিবার দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালের ছবি দেখে শিহরিত দেশবাসী। বাড়ি ফেরার জন্য স্বাস্থ্যবিধি শিকেয় তুলে বাসের অপেক্ষায় শয়ে-শয়ে শ্রমিক ও তাঁর পরিবার। কারন কাজকর্ম বন্ধ থাকার কারনে মালিক আর শ্রমিকদের দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ। তাই কেন্দ্রের নির্দেশ যেসব মালিক তার শ্রমিকের দায়িত্ব নিচ্ছে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া আরও বলা হয়েছে, যেকোনো রাজ্যে ঢোকা সমস্ত যাত্রীবাহী বাস আটকে দেওয়া হবে সীমান্তেই। বাসের যাত্রীদের রাখতে হবে ১৪ দিনের কোয়ারান্টাইনে। সেখানে দিতে হবে তাদের প্রয়োজনীয় সামগ্রী।

Related Articles

Back to top button