জাতির উদ্দেশে ভাষণে দেশের বর্তমান পরিস্থিতিতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই আর্থিক প্যাকেজের আওতায় এলেন দেশের প্রান্তিক কৃষকরা। আর্থিক প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দিনে কৃষকদের জন্য সাহায্যের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, “মার্চ-এপ্রিলে কৃষিক্ষেত্রে ৬৩ লক্ষ ঋণ মঞ্জুর করেছে সরকার। প্রায় ৮৬,৬০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।”
কৃষকদের সহায়তায় ২ লক্ষ কোটি টাকার কৃষি লোন দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই লোন কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে। অর্থমন্ত্রী তার ঘোষণায় বলেছেন, “দেশের প্রান্তিক কৃষকদের ২ লক্ষ কোটি টাকার লোন দেওয়া হবে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে। এর মাধ্যমে ২.৫ কোটি কৃষক উপকৃত হবেন। শুধুমাত্র কৃষকরাই নন, এই লোনের সুবিধা পাবেন মৎসজীবী, পোল্ট্রি এবং অন্যান্য ফার্মের মালিকরাও।” অর্থমন্ত্রী আরও বলেন, “এই আর্থিক সাহায্যের ফলে ২.৫ কোটি কৃষককে আত্মনির্ভর করবে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅর্থমন্ত্রী আরও বলেন, “শেষ দুমাসে ২৫ লক্ষ কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। যারা পেয়েছেন তারা সকলেই এই লোনের সুবিধা পাবেন। নাবার্ডের মাধ্যমে মিলবে এই ঋণ।” তিনি জানান, “পরিযায়ী শ্রমিক, হকার এবং ছোট কৃষকদের জন্য নয়টি প্রকল্প নিয়েছে সরকার। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ৪,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিক্ষেত্রে খরচ করার জন্য রাজ্য গুলিকে ৬,৭০০ কোটি টাকা দেওয়া হবে।” এছাড়াও ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থা অগস্ট মাস থেকেই চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। এর ফলে পরিযায়ী শ্রমিকদের বিশেষ উপকার হবে। তারা দেশের যে কোনো প্রান্ত থেকেই রেশন তুলতে পারবে।