Pension Scheme: নতুন পেনশন প্রকল্প ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, জেনে নিন থাকছে কোন কোন সুবিধা
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন পেনশন প্রকল্প নিয়ে আসা হয়েছে ভারতের সাধারণ কর্মচারীদের জন্য
এবারে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে একটি নতুন পেনশন প্রকল্প যার মাধ্যমে খুব শীঘ্রই ভারতের সাধারণ মানুষরা পেনশন পেতে পারবেন। এই পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার এই বিষয়টি স্থির করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এতে রয়েছে পারিবারিক পেনশন এবং নূন্যতম কিছু পেনশনের ব্যবস্থা। কেন্দ্রীয় রেলমন্ত্রী ওশ্বিনী বৈষ্ণব এই নতুন প্রকল্পের সূচনা করেছেন। আপনাদের জানিয়ে রাখি সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হতে চলেছেন কেন্দ্রীয় সরকারের ২৩ লক্ষ কর্মী। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প চালু হতে চলেছে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসের প্রথম তারিখ থেকে।
কি থাকছে এই পেনশন প্রকল্পে?
আপনারা সকলেই জানেন অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দুটি পেনশন প্রকল্পের বিকল্প পেয়ে যান। প্রথমটি হলো ন্যাশনাল পেনশন স্কিম এবং অন্যটি হলো ইউনিফাইড পেনশন স্কিম। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমে রয়েছেন তারাও কিন্তু এই নতুন প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এই নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের সুবিধা যদি আপনি গ্রহণ করেন তাহলে শেষ ১২ মাসের গড় মাসিক বেতনের ৫০ শতাংশ পেনশন গ্যারান্টি আপনার জন্য রয়েছে।
কোন কোন শর্ত থাকছে?
যদি কোন কর্মচারী ২৫ বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন তবে অবসরের আগে শেষ ১২ মাসের গড় মাসিক বেতন এর ৫০ শতাংশ তিনি পেনশন পেয়ে যাবেন। যদি কোন পেনশনভোগীর মৃত্যু হয় তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের ৬০ শতাংশ টাকা তার পরিবারের কাছে দেওয়া হবে। আর যদি তিনি দশ বছর পর চাকরি ছেড়ে দেন তাহলে ১০০০০ টাকা পেনশন পেয়ে যাবেন। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য এটি একটি দারুণ পেনশন প্রকল্প হতে চলেছে।