DA HIKE: মহার্ঘ ভাতা বৃদ্ধি, কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৯,০০০ টাকা পর্যন্ত বাড়বে

Advertisement

Advertisement

দেশ একটি নতুন সরকার পাবে, আবারও ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। নতুন সরকার গঠনের সময় কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এতে কেন্দ্রীয় কর্মচারীরাও কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে, যা একটি বড় উপহারের থেকে কোনো অংশে কম হবে না। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সুখবর দেওয়া যেতে পারে, এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর চর্চা।

Advertisement

বেতনে রেকর্ড পরিমাণ বৃদ্ধি

এই দু’টি উপহারের পর বেতনে রেকর্ড পরিমাণ বৃদ্ধি হবে, যার ফলে উপকৃত হবেন বিপুল সংখ্যক মানুষ। ডিএ বৃদ্ধির তারিখ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু না বলা হলেও জুনের শেষ সপ্তাহ পর্যন্ত গণমাধ্যমের খবরে যা দাবি করা হচ্ছে, তা বড় সুখবরের থেকে কোনো অংশে কম নয়। ডিএ-র পর কত বেতন বাড়বে, এই লেখাটি পড়ে নিশ্চিন্তে বিভ্রান্তির অবসান ঘটাতে পারেন।

Advertisement

ডিএ বেড়ে হবে ৫৪ শতাংশ

মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বাড়ানোর কথা ভাবছে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা। এর পরে ডিএ বেড়ে হবে ৫৪ শতাংশ, যার ফলে বেতনও এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৫০ শতাংশ ডিএ-র সুবিধা পাচ্ছেন, যা মূল্য বৃদ্ধির বাজারে বাড়তি অক্সিজেন পাওয়ার মতো হবে।

Advertisement

২৪ হাজার টাকা বৃদ্ধি

৪ শতাংশ ডিএ অনুযায়ী মাসে ২০০০ টাকা বাড়বে। সেই অনুযায়ী, প্রতি বছর বেতন ২৪ হাজার টাকা বৃদ্ধি পাবে, যা একটি বড় উপহারের মতো হবে। সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে সরকার এমন সিদ্ধান্ত দ্রুত নিতে পারে। সুতরাং এটি বুস্টার ডোজের মতো প্রমাণিত হতে চলেছে।

ফিটমেন্ট ফ্যাক্টরের অপেক্ষার অবসান ঘটাতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা বড় উপহারের মতো। সরকার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬০ গুণ থেকে বাড়িয়ে ৩.০ গুণ করতে পারে, এর পরে বেতনে বাম্পার বৃদ্ধি হবে। হিসাব অনুযায়ী মূল বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ২৬ হাজার টাকা, যা হবে বড় উপহারের মতো। সরকারের তরফে সরকারিভাবে কিছু না বললেও সংবাদমাধ্যমে এই বড় দাবিটি দ্রুত তুলে ধরা হচ্ছে।

Recent Posts