ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কর্মচারী এবং পেনশনভোগীরা আবারো ৪ শতাংশ DA উপহার পাবেন, বাড়বে বেতন, জানুন সর্বশেষ আপডেট

কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা আবারো বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে

Advertisement

২০২৩ এর মতো ২০২৪ সালটাও পেনশনভোগীদের এবং সরকারি কর্মচারীদের জন্য দারুণ হতে চলেছে। জানা গেছে ২০২৪ সালে কর্মচারী পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ চার শতাংশ বৃদ্ধি হতে পারে যা বেতন এবং পেনশনে বাম্পার লাভ দিতে পারে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের জন্য শ্রম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এসআইপি সূচক ডেটা থেকে অনুমান করা হয়েছে যদি নভেম্বর এবং ডিসেম্বরের পরিসংখ্যান একইরকম আসে তাহলে ২০২৪ সালে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে।

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা সুবিধা পাচ্ছেন যা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে ২০২৪ সালের জানুয়ারিতে যা ঘোষণা হবে মোটামুটি হোলি নাগাদ। AICPI সূচকের অর্ধ বার্ষিক ডেটার উপরে নির্ভর করে কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ সংশোধিত হবে। জানুয়ারি এবং জুলাই ২০২৩ এ ৪ শতাংশ করে মোট ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে মহার্ঘ ভাতা। পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধন করা হবে ২০২৪ সালে। জুলাই থেকে ডিসেম্বর ২০২৩ এর এআইসিপিআই সূচক অনুযায়ী এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

প্রকৃতপক্ষে ৩০ নভেম্বর শ্রম মন্ত্রণালয় তাদের অক্টোবরের পরিসংখ্যান প্রকাশ করেছে যেখানে ০.৯% বৃদ্ধির পরে এই সংখ্যা পৌঁছে যে ১৩৮.৪ এ। অন্যদিকে, মহার্ঘ ভাতা স্কোর ৪৯ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। এ কারণেই জল্পনা হচ্ছে নতুন বছরে মহার্ঘ ভাতা ৪ শতাংশ থেকে ৫% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। যদিও নভেম্বর এবং ডিসেম্বর মাসের পরিসংখ্যান এখনো পর্যন্ত আসেনি। তবে ২০২৪ সালে কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা, এটা খুব শীঘ্রই নির্ধারিত হয়ে যাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে। আর যদি চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় তাহলে এই মহার্ঘভাতার পরিমাণ হয়ে যাবে ৫০ শতাংশ। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করেছে। ডিএ সংশোধনের পর যদি পঞ্চাশ শতাংশে পৌঁছায় এই মহার্ঘ ভাতা, তাহলে মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা যোগ করে দেওয়া হবে। তারপরে আবার ডিএ গণনা শূন্য থেকে শুরু হবে। ফলে লোকসভা নির্বাচনের আগে এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া একটা দারুণ উপহার হতে চলেছে বলা যেতেই পারে।

Related Articles

Back to top button