Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

8th Pay Commission: আগামী মাসে গঠিত হবে অষ্টম বেতন কমিশন, বেতন বৃদ্ধির অনুমোদন মিলবে কি?

Updated :  Wednesday, October 30, 2024 7:22 PM

কেন্দ্রীয় কর্মচারীদের পরিষেবার শর্ত নিয়ে আলোচনা করার জন্য গঠিত কমিটির জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি এর সভা আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে। জানা যাচ্ছে এই সভায় অষ্টম বেতন কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে। অল ইন্ডিয়া রেলওয়ে ম্যান ফেডারেশনের প্রধান এবং জেসিএম এর ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি শিবগোপাল মিশ্র বলছেন আগামী মাসে সভা অনুষ্ঠিত হবে এবং সেখানেই অষ্টম বেতন কমিশনের বিষয়ে সমস্ত আলোচনা হয়ে যাবে। কর্মচারী সমিতির লোকজন এই বিষয়টি তুলবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

শিব গোপাল মিশ্র বলছেন, কর্মচারী ইউনিয়নগুলি ইতিমধ্যেই সরকারকে দুটি স্মারকলিপি জমা দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠন করার দাবি নিয়ে। ২০১৪ সালের সপ্তম বেতন কমিশন এর সুপারিশ ২০১৬ সালে প্রয়োগ করা হয়েছিল। এরপরে ২০১৬ সালে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়। তবে এই নতুন বেতন কমিশন গঠন করা কিন্তু একেবারে বাধ্যতামূলক বিষয় না।

বেতন কমিশনের প্রধান কাজ হল কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা উন্নতি এবং অন্যান্য সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা। ভারতের প্রথম বেতন কমিশন তৈরি হয়েছিল ১৯৪৬ সালে এবং এখনো পর্যন্ত সাতটি বেতন কমিশন তৈরি হয়েছে। ২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর থেকে সরকারের কার্যকারিতা অর্থনীতি এবং পরিষেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। সেই কারণেই এখন নতুন বেতন কমিশন তৈরি করা উচিত বলে চিঠিতে জানিয়েছে এই সংগঠন। যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন স্পষ্ট বক্তব্য এই মর্মে আসেনি। তবে আগামী জেসিএম বৈঠকে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।