দীপাবলিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুন উপহার দিয়েছে মোদি সরকার। ৫০ শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। এক ধাক্কায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ভাতা। তবে এবার আরো দুটি বড় খবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য। যেহেতু ইতিমধ্যেই মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ হয়ে গিয়েছে, সেই কারণে এবারে আরো দুটি ভাতা বৃদ্ধি করা হয়েছে। বাম্পার হারে এই দুটি ভাতা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মীদের ড্রেসিং এবং নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে এর অন্তর্গত। সপ্তম বেতন কমিশন অনুসারে, যখনই কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশের গণ্ডি স্পর্শ করবে, তখনই অন্যান্য ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী এবারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অন্যান্য ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ জানুয়ারি ২০২৪ থেকে এই সমস্ত ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৩টি ভাতা বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ করে। গত সেপ্টেম্বর ২০২৪- এ ড্রেস অ্যালাউয়েন্স এবং নার্সিং অ্যালাউয়েন্স এর টাকা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হাসপাতাল যেমন – AIIMS, PGIMER, JIPMER কে জানিয়ে দেওয়া হয়েছে। গত ১৭ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর অন্যান্য ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। ভারতের সমস্ত সরকারি হাসপাতালে এবং ক্লিনিকে কর্তব্যরত নার্সদের এই ভাতা দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে ব্যাপকভাবে।
প্রতি ১০ বছর ছাড়া ছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এইভাবে বৃদ্ধি হয়ে থাকে। সপ্তম বেতন কমিশনের অন্তর্গত ২৮ শে ফেব্রুয়ারি ২০১৪ তে তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এই প্রস্তাব গ্রহণ করেছিলেন বেতন বৃদ্ধি করার। ১৯শে ফেব্রুয়ারি ২০১৫ সালে এই প্রস্তাব গৃহীত হয় এবং এরপর ১ জানুয়ারি ২০১৬ সালে এই প্রস্তাব কার্যকর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতত অষ্টম বেতন কমিশন সম্পর্কে তেমন কোনো আপডেট দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তবে অনেকে আবার মনে করছেন, ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে এই নিয়ে একটা বড় ঘোষণা হতে পারে।