নিউজদেশ

কন্যা সন্তান থাকলেই ভারত সরকার দিচ্ছে দেড় লক্ষ টাকা, কেন্দ্রীয় সরকারের নতুন যোজনা?

আপনার কাছেও কি এই মেসেজ এসেছে, তাহলে এই মেসেজের সত্যতা যাচাই করে নিন খুব সহজ পদ্ধতিতে

Advertisement

বাড়িতে কন্যা সন্তান থাকলেই ভারত সরকার দিচ্ছে দেড় লক্ষ টাকা, সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম একটি বার্তা ছড়িয়ে পড়েছে নানা জায়গায়। সোশ্যাল মিডিয়াতে কার্যত এই মেসেজটি রীতিমতো ভাইরাল। এই মেসেজে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার মেয়েদের আর্থিকভাবে শক্তিশালী করতে দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে। তবে কেবল কিছু ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্ম কিংবা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নয় বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে এই একই দাবি করা হয়েছে। যদি আপনিও এই ভাইরাল মেসেজ পেয়ে থাকেন তাহলে এর সত্যতা জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন।

প্রেস ইনফরমেশন ব্যুরো এই বিষয়ে একটি সত্যতা যাচাই করেছে যেখানে তারা জানাচ্ছে, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা’ নামের কোনরকম প্রকল্প চালাচ্ছে না। প্রতিটি ভাইরাল মেসেজে এই প্রকল্পটির নাম উল্লেখ করা হচ্ছিল। এই কারণেই জনগণকে বিভ্রান্তিমূলক সংবাদ থেকে বাঁচাতে সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এই খবরের যাচাই করে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া এই খবর সম্পূর্ণরূপে ভুয়ো। এই ধরনের বার্তার ছলে পা দিয়ে কারোর কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

আপনি যদি এরকম একটি ভাইরাল বার্তা পেয়ে থাকেন তবে শীঘ্রই সেই নম্বরটিকে ব্লক করে দিন। এবং পাশাপাশি সেই নম্বরটিকে কালো তালিকাভুক্ত করে দিন। আপনি যদি এই রকমভাবে একটি ভাইরাল বার্তা সন্দেহ করে তার সত্যতা যাচাই করতে চান তাহলে পিআইবি সবাইকে সততা যাচাই করার সুবিধা দিয়ে থাকে। এর জন্য আপনাকে প্রেস ইনফর্মেশন ফ্যাক্ট চেক ওয়েবসাইটে গিয়ে সেই খবরের ব্যাপারে সবকিছু জানাতে হবে। পাশাপাশি WhatsApp নম্বর 8799711259 নম্বরে মেসেজ করলেও আপনারা যেকোনো একটি খবরের ব্যাপারে সমস্ত সত্যতা জানতে পারবেন

Related Articles

Back to top button