ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

8th Pay Commission: সরকার গঠনের পর অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি, কী আশা করছেন সরকারি কর্মচারীরা?

এই মুহূর্তে ভারতের পেনশনভোগী এবং সরকারি কর্মচারীরা অপেক্ষা করছেন অষ্টম বেতন কমিশনের জন্য

Advertisement

Advertisement

২০২৪ লোকসভা নির্বাচনের পর টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার সঙ্গে শপথ নিয়েছে নতুন সরকারের সমস্ত মন্ত্রীরা। ইতিমধ্যেই দেশে অষ্টম বেতন কমিশন নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার প্রতি ১০ বছরে একটা নতুন বেতন কমিশন প্রয়োগ করে থাকে। ২০১৬ সালে শেষ বেতন কমিশন আনা হয়েছিল। সেটা ছিল সপ্তম বেতন কমিশন। আর এবারে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার কথা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই এই বেতন কমিশন শুরু করার প্রস্তুতি গ্রহণ করতে পারে সরকার।

Advertisement

৮ম বেতন কমিশন কবে কার্যকর হবে?

কেন্দ্রীয় সরকারের প্রায় এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দিনটার জন্য। অষ্টম বেতন কমিশন গঠন হয়ে গেলে, তাদের প্রতি মাসের আয় অনেকটা বেড়ে যাবে। বেতন বৃদ্ধি হয়ে গেলে, তারা বেশ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের কাছে তারা এই কারণে বেশ কয়েকটি সুপারিশ পেশ করেছেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে মনে করছেন অনেকে।

Advertisement

নতুন সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে

অষ্টম বেতন কমিশন গঠন এবং বাস্তবায়ন এর বিষয়টা নিয়ে এখনও সরকারের তরফ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত ডিসেম্বর মাসে বলা হয়েছিল অষ্টম বেতন কমিশন প্রতিষ্ঠা করা নিয়ে এখনই কিছু ভাবছে না সরকার। তবে এবারে যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই কারণে জনগণের সুবিধার দিকটা কিন্তু দেখতে হবে এই সরকারকে। সেই কারণে খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন আসতে পারে ভারতে।

Advertisement

বেতন কত বৃদ্ধি প্রত্যাশিত?

অষ্টম বেতন কমিশন গঠনের ফলে আনুমানিক প্রায় ৪৯ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশন ভোগী উপকৃত হতে চলেছেন। আশা করা যাচ্ছে অষ্টম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফিনান্সিয়াল এক্সপ্রেস এর রিপোর্ট অনুযায়ী ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেতে চলেছে। এরপরে সরকারি কর্মচারীদের বেতন ১৮ হাজার টাকার পরিবর্তে বেসিক হয়ে যাবে ২৬০০০ টাকা।

Recent Posts